গুগল ম্যাপ অনুসরণ করে খালে পড়ল গাড়ি – দৈনিক মুক্ত বাংলা
ঢাকাবুধবার , ১০ আগস্ট ২০২২
  1. অপরাধ
  2. অর্থনীতি-ব্যবসা
  3. আইন ও আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. ইসলাম ও ধর্ম
  7. কোভিট-১৯
  8. ক্যারিয়ার
  9. খেলা
  10. জেলার খবর
  11. তথ্যপ্রযুক্তি
  12. বিনোদন
  13. মি‌ডিয়া
  14. মু‌ক্তিযুদ্ধ
  15. যোগা‌যোগ

গুগল ম্যাপ অনুসরণ করে খালে পড়ল গাড়ি

বার্তা কক্ষ
আগস্ট ১০, ২০২২ ১:৪৫ অপরাহ্ণ
Link Copied!

অচেনা পথে দিশা দেখাতে বহু মানুষই ভরসা করেন গুগল ম্যাপের উপর। কিন্তু সেই ম্যাপও কখনও কখনও ভুল হতে পারে। তেমনই নিদর্শন দেখা গেল ভারতের কেরালা রাজ্যে। গুগল ম্যাপ দেখে গাড়ি চালাতে গিয়ে একটি গাড়ি সোজা গিয়ে পড়েছে খালে।
যখন দুর্ঘটনা ঘটে তখন কেরালায় স্থানীয় সময় সাড়ে ১০টা। এরনাকুলম থেকে কুমবানাদে নিজের বাড়ি ফিরছিলেন সোনিয়া নামের এক নারী। পেশায় চিকিৎসক তিনি। সঙ্গে ছিল তার তিন মাসের শিশুকন্যা, মা ও এক আত্মীয়। কিন্তু রাতে পথ হারিয়ে ফেলেন তিনি। তার পরই ইন্টারনেটে ম্যাপের সহায়তা নেন তিনি। আর তাতেই বিপত্তি। বুঝতে না পেরে একটি খালে পড়ে যায় গাড়ি, খবর পশ্চিম কোট্টায়াম থানা সূত্রে।
তবে গাড়িতে আপৎকালীন সংকেত দেওয়ার ব্যবস্থা ছিল। পানিতে পড়া মাত্র সেই সংকেত জারি করায় তৎক্ষণাৎ ছুটে আসেন স্থানীয় মানুষ। পানির স্রোতে ভেসে যাচ্ছিল গাড়িটি। ঘটনাস্থলের প্রায় ৩০০ মিটার দূরে কোনও রকমে দড়ি ছুড়ে উদ্ধার করা হয় যাত্রীদের। তবে ডুবে যায় গাড়িটি।

সূত্র: আনন্দবাজার, জি নিউজ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।