চেয়ারম্যান ভাই কতৃক লাঞ্ছিত শফিকুল ইসলাম – দৈনিক মুক্ত বাংলা
ঢাকাবুধবার , ১০ আগস্ট ২০২২
  1. অপরাধ
  2. অর্থনীতি-ব্যবসা
  3. আইন ও আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. ইসলাম ও ধর্ম
  7. কোভিট-১৯
  8. ক্যারিয়ার
  9. খেলা
  10. জেলার খবর
  11. তথ্যপ্রযুক্তি
  12. বিনোদন
  13. মি‌ডিয়া
  14. মু‌ক্তিযুদ্ধ
  15. যোগা‌যোগ
 
আজকের সর্বশেষ সবখবর

চেয়ারম্যান ভাই কতৃক লাঞ্ছিত শফিকুল ইসলাম

বার্তা কক্ষ
আগস্ট ১০, ২০২২ ৬:০২ অপরাহ্ণ
Link Copied!

 

নালিতাবাড়ী প্রতিনিধিঃ শেরপুরের নালিতাবাড়ির ১২ নং কলসপাড় ইউনিয়ন পরিষদের কম্পিউটার অপারেটর কর্তৃক সেবা নিতে আসা শফিকুল ইসলাম নামে এক যুবক হামলায় শিকার হওয়ার ঘটনা ঘটেছে। হামলার শিকার ওই যুবককে বর্তমানে নালিতাবাড়ি উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্ভি করা হয়েছে। শফিকুল ইসলাম উপজেলার একই ইউনিয়নের গোল্লারপাড় গ্রামের বাসিন্দা জুলহাস মিয়ার ছেলে। এ ঘটনায় গতকাল (বৃহস্পতিবার) নালিতাবাড়ি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। যার মামলা নং-৩/১৯৩

জানা যায়, হামলার শিকার শফিকুল ইসলাম জন্ম নিবন্ধন কার্ড ভুল সংশোধন করার জন্য কলসপাড় ইউনিয়ন পরিষদে যায়। ইউনিয়ন পরিষদের অস্থায়ী কম্পিউটার অপারেটর মোঃ আমিন মিয়ার নিকট ভোক্তভোগী তার স্ত্রীর জন্ম নিবন্ধন কার্ডটির ভুল সংশোাধনের কথা বললে, কার্ড সংশোধন বাবদ ৫ হাজার টাকা দাবী করেন। এ নিয়ে প্রতিবাদ জানালে আমিন মিয়া ক্ষিপ্ত হইয়া শফিকুলকে কক্ষ থেকে বের করে দেন এবং দু’জনের মধ্যে কথা কাটাকাটিসহ ধাক্কাধাক্কি হয়। এ সময় মামলার উল্লেখিত অন্যান্য আসামীরা এসে শফিকুলকে এলোপাথারি মার শুরু করেন। মারামারির এক পর্যায়ে ইউনিয়ন পরিষদের সামনে পাকিং করা শফিকুলের পিক-আপ গাড়িতে ভাংচুরসহ দুটি ফোন ছিনিয়ে নেওয়া হয়েছে বলেও মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে।

এ বিষয়ে নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ বশির আহম্মেদ বাদল মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, এই ঘটনায় একটি মামলা হয়েছে এবং মামলা তদন্তাধীন রয়েছে।
এই বিষয়ে কলসপাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ বলেন,উনি বয়স কম বেশি নিয়ে গোলমাল করার কারনে এই ঘটনা ঘটেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।