কুড়িগ্রামের পান্ডুল বাজার,উলিপুর, ও দূর্গাপুর এলাকায় সঠিক সেবা দিয়ে যাচ্ছেন ডিপ্লোমা প্যারামেডিকেল ডক্টর নূরনবী সরকার।
কুড়িগ্রাম জেলার বিভিন্ন এলাকায় ঘুরে জানাগেছে টাকা না থাকলেও ফ্রি চিকিৎসা দিচ্ছেন তিনি।সাধারণ গরিব দুঃখি মানুষের পাশে সব সময় আলোকিত সেবাই তার ধর্ম।দৈনিক মুক্ত বাংলার আলাপ চারিতায় তিনি বলেন,গ্রামের মানুষ সহজ সরল।তাদের মধ্যেই সেবা করে যেতে চাই, সব সময়।আমরা দেখেছি অনেকে দেশে থেকে পাশ করে কিংবা ঢাকার বিভিন্ন মেডিকেল উচ্চ ডিগ্রি নিয়ে বাহিরে চলে যাচ্ছে।তারা একবার ভাবে না গ্রামের মানুষের কথা।কিন্তু আমি একজন ব্যতিক্রম চিকিৎসক দেশকে ভালোবাসি দেশের মানুষকে ভালোবাসি। তাই দেশের সেবায় কাজ করি।গরীব অসহায় মানুষের বন্ধু হয়ে থাকতে চাই।
ঢাকা চলে গেলে অনেক বেতনে চাকরি করতে পারি।কিন্তু দেশের মাটি ও মানুষের ভালোবাসার চাঁদরে নিজেকে মুড়িয়ে নিয়েছি।এই সোনার দেশের কাদামাটি ছেড়ে আমি কোথায় যাবো না।তাদের মধ্যেই সব সময় বেচে থাকতে চাই।