সাংবাদিক ফারাহ্ বিলকিসকে হুমকিদাতাদের অবিলম্বে আইনের আওতায় আনার দাবি ডিইউজের।
সংবাদ প্রকাশের জেরে ইউনিয়নের সদস্য ও নাগরিক টিভির জ্যেষ্ঠ প্রতিবেদক ফারাহ্ বিলকিসকে হুমকি দেয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)। এ ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে হুমকিদাতাদের অবিলম্বে আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছেন সংগঠনটির নেতৃবৃন্দ।
আজ বুধবার (৩০ আগস্ট ২০২৩) এক বিবৃতিতে ডিইউজের সভাপতি সোহেল হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক আকতার হোসেন বলেন, সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকি প্রদান ও ভয়ভীতি প্রদর্শন করা দেশের প্রচলিত আইনে স্পষ্টত ফৌজদারী অপরাধ।
সাংবাদিক ফারাহ্ বিলকিসকে হুমকি দেয়ার ঘটনা সুষ্ঠু তদন্ত করে এর সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান নেতৃবৃন্দ।
তারা বলেন, যারা মনে করেন সাংবাদিকদের হুমকি-ধামকি দিয়ে সত্য প্রকাশ রোধ করতে পারবেন তারা দেশের আইন পরিপন্থী চিন্তা করেন। আমরা মনে করি, হুমকি-ধামকি দিয়ে সত্য প্রকাশ রোধের অপচেষ্টা কোনোভাবেই সফল হবে না। বরং অপরাধীচক্রের মুখোশ উন্মোচন হবে।
ডিইউজের নেতৃবৃন্দ বলেন, সংবিধানের মৌলিক মানবাধিকার ও মত প্রকাশের স্বাধীনতার বিধানকে অনুসরণ করে দেশের আইনশৃঙ্খলা বাহিনী সাংবাদিকদের হুমকি ধামকি ও ভয়ভীতি প্রদর্শনকারী অপরাধী চক্রকে খুঁজে বের করবেন এবং যথাযথ আইনি ব্যবস্থার মাধ্যমে বিচারের ব্যবস্থা করবেন।
উল্লেখ্য, সংবাদ প্রকাশের জেরে রাজারবাগ পীর পন্থীদের হুমকির ঘটনায় রাজধানীর হাতিরঝিল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন (জিডি নং-১৭০৭) নাগরিক টিভির জ্যেষ্ঠ প্রতিবেদক ফারাহ্ বিলকিস।
ফারাহ্ বিলকিস জিডিতে উল্লেখ করেন, ‘গত ২৩ ও ২৪ আগস্ট রাজারবাগ পীর দিল্লুর রহমান ও তার অনুসারীদের নিয়ে প্রতিবেদন সম্প্রচার করি। ঐ প্রতিবেদনটি করার সময় রাজারবাগ পীরের অনুসারীরা ফুটেজ নিতে বাধা দেয়। এবং প্রতিবেদনটি যেন সম্প্রচার না করা হয় তার জন্য তারা আমার অফিসেও যায়। কিন্তু অফিস প্রতিবিদেনটি সম্প্রচার করে। তারা আমাকে হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে বলে প্রতিবেদনটি যেন সম্প্রচার না করি। এর আগে ২০২১ সালের সেপ্টেম্বর মাসে হাইকোর্টের একটি প্রতিবেদন সম্প্রচার করেছিলাম রাজারবাগীদের নিয়ে। তখন তারা রাতের বেলা আমাদের অফিসে যায় প্রতিবেদনটি সরিয়ে দেয়ার জন্য। পরে অফিস নিরাপত্তার স্বার্থেই প্রতিবেদনটি নামিয়ে ফেলে। তাদের বিরুদ্ধে প্রতিবেদন প্রকাশ করা হলেই তারা ঝামেলা করে ও নানাভাবে হয়রানি করে। এখন আমি প্রতিবেদন প্রকাশ করায় তারা আমার বিরুদ্ধে মামলা করতে পারে এবং নানাভাবে হয়রানি করতে পারে বলে আশঙ্কা করছি।’