নিজস্ব প্রতিবেদক ::
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল (ঢামেক) থেকে চুরি হওয়ার ৭২ ঘণ্টা পর নবজাতক শিশু আব্দুল্লাহকে উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২ সেপ্টেম্বর) রাতে রাজধানীর কামরাঙ্গীরচর থেকে তাকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর মোহাম্মদ।
তিনি বলেছেন, নবজাতককে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছি।
হাসপাতাল থেকে নবজাতক শিশু চুরির ঘটনায় এক নারীকে আটক করা হয়েছে। তাকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সিসিটিভি ফুটেজ দেখে ওই নারীকে চিহ্নিত করে পুলিশ।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার ঢামেক হাসপাতালের ১০ নম্বর ওয়ার্ড থেকে নবজাতক শিশুকে চুরি করে নিয়ে যায় এক নারী। এ ঘটনায় শিশুটির বাবা শাহবাগ থানায় মামলা দায়ের করেন। শিশুটিকে উদ্ধারে থানা পুলিশের পাশাপাশি গোয়েন্দারাও কাজ করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।