পুরনো রেকর্ড ভাঙল ‘জওয়ান’, প্রথম দিন কত আয় করল – দৈনিক মুক্ত বাংলা
ঢাকাশুক্রবার , ৮ সেপ্টেম্বর ২০২৩
  1. অপরাধ
  2. অর্থনীতি-ব্যবসা
  3. আইন ও আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. ইসলাম ও ধর্ম
  7. কোভিট-১৯
  8. ক্যারিয়ার
  9. খেলা
  10. জেলার খবর
  11. তথ্যপ্রযুক্তি
  12. বিনোদন
  13. মি‌ডিয়া
  14. মু‌ক্তিযুদ্ধ
  15. যোগা‌যোগ

পুরনো রেকর্ড ভাঙল ‘জওয়ান’, প্রথম দিন কত আয় করল

সম্পাদক
সেপ্টেম্বর ৮, ২০২৩ ৮:১৬ অপরাহ্ণ
Link Copied!

অমিতাভ কাঞ্চন ::

‘পাঠান’-এর পর ফের একবার ‘জওয়ান’ দিয়ে ঝড় তুললেন বলিউড কিং শাহরুখ খান। শুধু ভারত নয়, বিশ্বব্যপী বক্স অফিসেও ভালো ব্যবসা করেছে দক্ষিণী পরিচালক অ্যাটলি কুমারের এই সিনেমা। মুক্তির প্রথম দিনে বক্স অফিসে পুরোনো অনেক রেকর্ড ভেঙে দিয়েছে সিনেমাটি। দ্বিতীয় দিনেও এ ধারাবাহিকতা বজায় রয়েছে।

ফিল্ম ট্রেড অ্যানালিসিস্ট রমেশ বালা-র রিপোর্ট বলছে, প্রথম দিনে ছবিটি ভারত ও ভারতের বাইরে মিলিয়ে প্রায় ১৫০ কোটি রুপির ব্যবসা করে ফেলেছে। ফিল্ম ট্রেড অ্যানালিসিস্ট তরণ আদর্শও জওয়ান অস্ট্রেলিয়া, নিউ জিল্যান্ড, জার্মানি ও ইউকে-তে কেমন ফল করেছে তার রিপোর্ট পেশ করেছেন।

টুইটারে তরণ লিখলেন, ‘এক্সক্লুসিভ ডেটা, এসআরকে নিজের আধিপত্য বিস্তার করেছে গোটা বিশ্বে। আন্তর্জাতিক বাজারেও ঝড় তুলেছে শাহরুখ খানের সিনেমা।

’ আর রমেশ টুইট করেন, ‘জওয়ান ১৫০ কোটি রুপির বেশি আয় করে খাতা খুলেছে বিশ্বব্যপী’।এই ছবিতে শাহরুখ খান ছাড়াও রয়েছেন নয়নতারা, বিজয় সেতুপতি, সানিয়া মালহোত্রা, সুনীল গ্রোভার, ঋদ্ধি ডোগরা প্রমুখরা। বৃহস্পতিবার মুক্তির দিনে দেশীয় বাজারে হলগুলো ছিল দর্শকে পরিপূর্ণ। রিপোর্ট অনুসারে জওয়ান ৭৫ কোটি রুপি আয় করেছে গোটা দেশজুড়ে।

যার মধ্যে ৬৫ কোটি হিন্দিতে। আর বাকি ৫ কোটি তামিল ও ৫ কোটি তেলেগুতে। উল্লেখ্য, এর আগে, পাঠান প্রথম দিনে বিশ্বব্যপী ১০০ কোটি রুপির ব্যবসা করেছিল বক্স অফিসে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।