ক‌বি আজিজুর রহমা‌নের আজ মৃত‌্যুবা‌র্ষিকী – দৈনিক মুক্ত বাংলা
ঢাকামঙ্গলবার , ১২ সেপ্টেম্বর ২০২৩
  1. অপরাধ
  2. অর্থনীতি-ব্যবসা
  3. আইন ও আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. ইসলাম ও ধর্ম
  7. কোভিট-১৯
  8. ক্যারিয়ার
  9. খেলা
  10. জেলার খবর
  11. তথ্যপ্রযুক্তি
  12. বিনোদন
  13. মি‌ডিয়া
  14. মু‌ক্তিযুদ্ধ
  15. যোগা‌যোগ

ক‌বি আজিজুর রহমা‌নের আজ মৃত‌্যুবা‌র্ষিকী

সম্পাদক
সেপ্টেম্বর ১২, ২০২৩ ৮:৫৮ পূর্বাহ্ণ
Link Copied!

মিতা হো‌সেন ::

“কারো মনে দিওনা আঘাত, সে আঘাত লাগে কাবার ঘরে” — কবি আজিজুর রহমান

কুষ্টিয়ার কৃতি সন্তান, ‘একুশে পদকে’ভূষিত কবি,গীতি-
কার আজিজুর রহমানের আজ মৃত্যু বার্ষিকী।
(১৮ জানুয়ারি ১৯১৭–১২ আগষ্ট ১৯৭৮)।
তিনি কুষ্টিয়া জেলার গড়াই নদীর তীরে হাটশ হরিপুর
গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন।

এদেশের কাব্য এবং সঙ্গীত রচনায় এক অবিস্মরণীয়
নাম আজিজুর রহমান। বহুমুখী প্রতিভার অধিকারী এ
মানুষটি কবিতা দিয়ে লেখা -লেখি শুরু করলেও গানই
তাকে সবার মাঝে আমন্ত্রিত করে। বাঙালি মুসলমান
গীতিকারদের মধ্যে গানের সংখ্যায় কবি নজরুলের পরেই তার স্হান।

তিনি প্রায় তিন হাজার গান লিখেছেন,যা আজও আমা
-দের দেশের মানুষের মাঝে অত্যন্ত জনপ্রিয়। এর মধ্যে
উল্লেখযোগ্য হলো–‘ ভবের নাট্যশালায় মানুষ চেনা দায়
রে’, ‘কারো মনে দিওনা আঘাত, যে আঘাত লাগে কাবার ঘরে’, ‘ আকাশের ঐ মিটিমিটি তারা সাথে কইবো কথা’, ‘ আমি রুপনগরের রাজকন্যা রুপের যাদু
এনেছি’, ‘ পলাশ ঢাকা কোকিল ডাকা আমাদেরই দেশ
ভাইরে ‘ সহ অসংখ্য গান।
এছাড়াও তিনি তিনশত উপরে কবিতা রচনা করেছেন।
তার মধ্যে ‘ নৈশনগরী’, ‘ মহানগরী’, ‘ সান্ধ্যশহর’, ‘বারি-
ওয়ালা’, ‘ফুটপাত’, ‘বুড়িগঙ্গার তীরে’ উল্লেখযোগ্য।

কবি আজিজুর রহমান ১৯৩৮ সাল থেকে সাহিত্য সাধ-
নায় বিশেষভাবে নিজেকে আত্মনিয়োগ করেন। এসময়
তিনি নিয়মিত তৎকালীন বিখ্যাত সাময়িকী মওলানা
মোহাম্মদ আকরাম খাঁর ‘মোহম্মদী’, রজনী কান্ত দাশের
‘ শনিবারের চিঠি ‘, মোহাম্মদ নাসিরউদ্দিনের ‘সওগত’,
হাবিবুল্লাহ বাহারের ‘ বুলবুল ‘, কাজী নজরুল ইসলামে-
র সম্পাদিত ‘ নবযুগ ‘, আনন্দবাজার পত্রিকা ইত্যাদি
বিভিন্ন পত্র-পত্রিকায় লিখতে শুরু করেন। সেইসাথে তিনি কবি ও গীতিকার হিসাবে বিশেষ খ্যাতি অর্জন
করেন।

কবি আজিজুর রহমান ৫০ এর দশকে তদানীন্তন রেডিও পাকিস্তান ঢাকায় নিজস্ব শিল্পী হিসাবে যোগদা-
ন করেন এবং মৃত্যুর আগ পর্যন্ত তিনি সেখানে চাকরি-
তে ছিলেন। এছাড়া তিনি সাংবাদিকতাও করতেন। দৈনিক পয়গাম পত্রিকায় ১৯৬৪ সাল থেকে ১৯৭০ সাল
পর্যন্ত সাহিত্য বিভাগের সম্পাদক ছিলেন।
তিনি শিশুদেব উপযোগী বেশ কিছু গ্রন্হ ও লেখেন। তার মধ্যে উল্লেখযোগ্য হলো ‘ ডাইনোসরের রাজ্য ‘,
‘ জীব-জন্তুর কথা’, ‘ ছুটির দিনে’, ‘এ মাটি ও দেশ’ ইত্যাদি। ১৯৬০ সালে তিনি কিশোরদের মাসিক ‘ আলা-
পনী’র ভারপ্রাপ্ত সম্পাদক নিযুক্ত হন।

সঙ্গীত ও সাহিত্যে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরুপ
১৯৭৯ সালে তিনি ‘ একুশে পদকে ‘ (মরণোত্তর) ভূষিত
হন।

অসংখ্য কালজয়ী গানের স্রস্টা কবি আজিজুর রহমা-
ন এর স্মৃতির প্রতি এবি‌সি টি‌ভি ও দৈ‌নিক মুক্ত বাংলা প‌রিবা‌রের পক্ষ থে‌কে  স্বশ্রদ্ধ সালাম জানায়্

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।