কৃষি মার্কেটে আগুন: ক্ষ‌তিগ্রস্থ ব্যবসায়ীদের আহাজা‌রি – দৈনিক মুক্ত বাংলা
ঢাকাবৃহস্পতিবার , ১৪ সেপ্টেম্বর ২০২৩
  1. অপরাধ
  2. অর্থনীতি-ব্যবসা
  3. আইন ও আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. ইসলাম ও ধর্ম
  7. কোভিট-১৯
  8. ক্যারিয়ার
  9. খেলা
  10. জেলার খবর
  11. তথ্যপ্রযুক্তি
  12. বিনোদন
  13. মি‌ডিয়া
  14. মু‌ক্তিযুদ্ধ
  15. যোগা‌যোগ

কৃষি মার্কেটে আগুন: ক্ষ‌তিগ্রস্থ ব্যবসায়ীদের আহাজা‌রি

সম্পাদক
সেপ্টেম্বর ১৪, ২০২৩ ৯:২৮ পূর্বাহ্ণ
Link Copied!

আরিফ নি‌শির ::

রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেটে ভয়াবহ আগুনে শত শত দোকান পুড়ে গেছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা। পুড়ে গেছে দোকানের মালামাল। সব হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন তারা।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) ভোর ৩টা ৪৩ মিনিটে আগুন লাগে। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তাদের সহায়তা করছে বাংলাদেশ সেনাবাহিনী, নৌ ও বাংলাদেশ বিমানবাহিনীর অগ্নি নির্বাপনী সাহায্যকারী দল।

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুনে মার্কেটের খ ও গ ইউনিট ভস্মীভূত হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত সকাল ৯টায়ও আগুন নিয়ন্ত্রণে আসেনি।
ফায়ার সার্ভিস মিডিয়া সেলের অফিসার শাহজাহান সিকদার এ তথ্য জানান।

জানা গেছে, পানি স্বল্পতার কারণে আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে।

ভোরে আগুন লাগার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসেন ব্যবসায়ীরা। অনেকে আগুন নিয়ন্ত্রণে সহায়তা করছেন। কেউ মালামাল সরানোর চেষ্টা করছেন। আবার আগুনে সব হারিয়ে কেউ কেউ কান্নায় ভেঙে পড়েন।

এদিকে, ফায়ার সার্ভিসের সঙ্গে আগুন নিয়ন্ত্রণে সহযোগিতা করছে পুলিশ, র‌্যাব ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)  এর সদস্যরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।