কৃ‌ষি মা‌র্কেটের আগু‌নে বিস্ফোরিত হ‌চ্ছে এসি : পানি সংকটে ফায়ার সার্ভিস – দৈনিক মুক্ত বাংলা
ঢাকাবৃহস্পতিবার , ১৪ সেপ্টেম্বর ২০২৩
  1. অপরাধ
  2. অর্থনীতি-ব্যবসা
  3. আইন ও আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. ইসলাম ও ধর্ম
  7. কোভিট-১৯
  8. ক্যারিয়ার
  9. খেলা
  10. জেলার খবর
  11. তথ্যপ্রযুক্তি
  12. বিনোদন
  13. মি‌ডিয়া
  14. মু‌ক্তিযুদ্ধ
  15. যোগা‌যোগ
 
আজকের সর্বশেষ সবখবর

কৃ‌ষি মা‌র্কেটের আগু‌নে বিস্ফোরিত হ‌চ্ছে এসি : পানি সংকটে ফায়ার সার্ভিস

সম্পাদক
সেপ্টেম্বর ১৪, ২০২৩ ৯:৪৩ পূর্বাহ্ণ
Link Copied!

অ‌মিতাভ কাঞ্চন ::

মোহাম্মদপু‌র কৃ‌ষি মা‌র্কেটের আগুন ভয়াবহ রূপ নি‌য়ে‌ছে।

রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটে লাগা আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। আগুনের তীব্রতায় বিভিন্ন দোকানের শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) একের পর এক বিকট শব্দে বিস্ফোরিত হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, মার্কেটে বিভিন্ন ধরনের দাহ্য পদার্থ থাকায় এবং এসির বিস্ফোরণে আগুন আশপাশে ছড়িয়ে পড়েছে। এছাড়া আশপাশের এলাকায় কোনও উৎস না থাকায় পানি সংকটে পড়তে হয় ফায়ার সার্ভিস কর্মীদের। তারপরও মার্কেটের বিভিন্ন জায়গায় অবস্থান নিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস।

স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটে যে জায়গায় আগুন লেগেছে সেখানে কাঁচা বাজার ছাড়াও পোশাক-আশাক, স্বর্ণ, জুতাসহ নিত্য প্রয়োজনীয় বিভিন্ন পণ্যের হাজারেরও বেশি দোকান রয়েছে। সাপ্তাহিক বন্ধ হওয়ার কারণে আজ পুরো মার্কেট বন্ধ ছিল। আর ভোরবেলা আগুন লাগার কারণে লোকজন না থাকায় আগুন অনেকটাই দাউ দাউ করে বেড়ে যায়। আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিস কর্মীদের সঙ্গে যোগ দেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও স্থানীয়রা।

কৃষি মার্কেটে আগুন (1)কৃষি মার্কেটে আগুন 

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম সকাল ৬টা ৪০ মিনিটের দিকে জানান, আগুনের তীব্রতা কিছুটা কমে এসেছে। তবে এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিসের কর্মীরা এখনও আগুন নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছেন।

কৃষি মার্কেটে আগুন (ছবি: সাজ্জাদ হোসেন)কৃষি মার্কেটে আগুন 

আগুন নেভানোর দায়িত্বে থাকা ফায়ার সার্ভিসের আরেক কর্মকর্তা বলেন, পানি সংকটের কারণে এখানে আগুন নিয়ন্ত্রণে কিছুটা বেগ পেতে হচ্ছে। এছাড়া দাহ্য পদার্থ থাকায় আগুন নেভানোর সঙ্গে সঙ্গে কালো ধোঁয়ার সৃষ্টি হচ্ছে। তারপরও যথাসাধ্যভাবে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের কর্মীরা।

এদিকে সকালের সুর্য ওঠার সঙ্গে সঙ্গে মার্কেটের সামনে বাড়ছে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ভিড়। তারা জানিয়েছেন, অনেকেরই দোকান পুরোপুরি পুড়ে ছাই হয়ে গেছে। আর যাদের দোকান এখনও অক্ষত রয়েছে, তারা চেষ্টা করছেন দোকানের মালামাল নিরাপদে বের করে আনতে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলছেন, নিয়ন্ত্রণ কক্ষে তিনটা ৪৩ মিনিটে আগুন লাগার খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে রাজধানী মোহাম্মদপুর কৃষি মার্কেট এলাকায় কাজ শুরু করে। ভোর সাড়ে ৬টা পেরিয়ে গেলেও আগুন নিয়ন্ত্রণে বেশ বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিস কর্মীদের। আগুন নিয়ন্ত্রণে আনতে এখন ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট কাজ করছে।

কৃষি মার্কেটে আগুন (ছবি: সাজ্জাদ হোসেন)কৃষি মার্কেটে আগুন

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।