অনলাইন সার্চ দখলে রাখতে গুগলের ব্যয় ১০০০ কোটি ডলার – দৈনিক মুক্ত বাংলা
ঢাকাবৃহস্পতিবার , ১৪ সেপ্টেম্বর ২০২৩
  1. অপরাধ
  2. অর্থনীতি-ব্যবসা
  3. আইন ও আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. ইসলাম ও ধর্ম
  7. কোভিট-১৯
  8. ক্যারিয়ার
  9. খেলা
  10. জেলার খবর
  11. তথ্যপ্রযুক্তি
  12. বিনোদন
  13. মি‌ডিয়া
  14. মু‌ক্তিযুদ্ধ
  15. যোগা‌যোগ

অনলাইন সার্চ দখলে রাখতে গুগলের ব্যয় ১০০০ কোটি ডলার

সম্পাদক
সেপ্টেম্বর ১৪, ২০২৩ ১২:৪৮ অপরাহ্ণ
Link Copied!

নিম‌কি হো‌সেন ::

অনলাইনে একচেটিয়া অধিকার বজায় রাখতে অ্যাপলসহ অন্যান্য সংস্থাকে বিপুল অঙ্কের অর্থ দিচ্ছে সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগল। এর পেছনে তাদের খরচ বার্ষিক ১০ বিলিয়ন বা এক হাজার কোটি ডলার বলে অভিযোগ উঠেছে মার্কিন আদালতে। খবর এনডিটিভি।

বলা হচ্ছে, ডিফল্ট অনলাইন সার্চ ইঞ্জিন হিসেবে গুগলের প্রি-ইনস্টলের জন্য অ্যাপল, স্যামসাং, মজিলা ও অন্যদের বিলিয়ন বিলিয়ন অর্থ দিচ্ছে সংস্থাটি।

রাষ্ট্রপক্ষের আইনজীবী কেনেথ ডিন্টজার বলেন, গুগলের এ পদক্ষেপ ভবিষ্যৎ ইন্টারনেটের জন্য হুমকি হবে কিনা মূলত সে বিষয়টি খতিয়ে দেখতে অভিযোগ আনা হয়েছে।

ধারণা করা হচ্ছে, এ ট্রায়াল ১০ সপ্তাহ স্থায়ী হবে। গুগলের সিইও সুন্দর পিচাই ও অ্যাপলের শীর্ষ ব্যক্তিদেরও সাক্ষ্য নেয়া হবে।

সংশ্লিষ্টরা বলছেন, গুগলের বিরুদ্ধে অভিযোগটি গত দুই দশকের মধ্যে যুক্তরাষ্ট্রে সবচেয়ে বড় অ্যান্টিট্রাস্ট মামলা।

আদালতে যুক্তি-তর্ক উপস্থাপনকালে গুগলের আইনজীবী জন শ্মিডটলিন বলেন, বাদীরা অস্বীকার করছেন যে গুগল গত কয়েক দশক ধরে উদ্ভাবনী শক্তিকে সামনের দিকে নিয়ে যাচ্ছে।

প্রায় দুই দশক আগে মাইক্রোসফ্টরে উইন্ডোজ অপারেটিং সিস্টেমের আধিপত্য নিয়ে মামলার উঠে যুক্তরাষ্ট্রের আদালতে। এরপর এবারই প্রথম কোনো বড় প্রযুক্তি সংস্থাকে এ ধরনের অভিযোগ মোকাবেলা করতে হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।