সায়ানা মাহমুদ ::
মালয়েশিয়ার কেলন্টান, তেরেঙ্গানু, কেগাহ ও পার্লিসের মুখ্যমন্ত্রীদের সংগঠন এসজি-৪। দ্য স্টেইটস টাইমসের খবরে বলা হয়েছে, ওই সংগঠনের বেসরকারি উপদেষ্টা হচ্ছেন মাহাথির।
সামসুরি মোখতার বলেন, মাহাথির আমাদের এসজি-৪ ঠিকভাবে পরিচালনার জন্য কার্যকর শাসনের পরামর্শ দেবেন। ডা. মাহাথিরের ভূমিকা হবে চার রাজ্যকে জাপান এবং দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলোর বিনিয়োগকারীদের সঙ্গে সংযুক্ত করা, যাদের সঙ্গে তার ভালো সম্পর্ক রয়েছে।
উল্লেখ্য, মাহাথির মালয়েশিয়ার দুইবারের নির্বাচিত প্রধানমন্ত্রী ছিলেন। গত নভেম্বরে অনুষ্ঠিত ১৫তম সাধারণ নির্বাচনে নিজের প্রতিষ্ঠিত দল পেজুয়াংয়ের নেতৃত্বে গেরাকান তানাহ এয়ার (জিটিএ) জোট গড়েছিলেন। ওই নির্বাচনে মাহাথিরের সঙ্গে সম্পৃক্ত সব নেতার আমানত বাজেয়াপ্ত হয়। এমন ভরাডুবির পর ফেব্রুয়ারিতে পেজুয়াংয়ের চেয়ারম্যানের পদ ত্যাগ করেন মাহাথির। অল্প পরিচিত বুমিপুতেরা পারকাসা মালয়েশিয়া (পুত্রা) নামের দলে যোগ দিয়েছেন ৯৭ বছর বয়সী নেতা।