মালয়েশিয়ার ৪ রাজ্যসরকারের বেসরকারি উপদেষ্টা হচ্ছেন মাহাথির মোহাম্মদ – দৈনিক মুক্ত বাংলা
ঢাকাশুক্রবার , ১৫ সেপ্টেম্বর ২০২৩
  1. অপরাধ
  2. অর্থনীতি-ব্যবসা
  3. আইন ও আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. ইসলাম ও ধর্ম
  7. কোভিট-১৯
  8. ক্যারিয়ার
  9. খেলা
  10. জেলার খবর
  11. তথ্যপ্রযুক্তি
  12. বিনোদন
  13. মি‌ডিয়া
  14. মু‌ক্তিযুদ্ধ
  15. যোগা‌যোগ

মালয়েশিয়ার ৪ রাজ্যসরকারের বেসরকারি উপদেষ্টা হচ্ছেন মাহাথির মোহাম্মদ

সম্পাদক
সেপ্টেম্বর ১৫, ২০২৩ ১১:৫৩ পূর্বাহ্ণ
Link Copied!

সায়ানা মাহমুদ :: 

মালয়েশিয়ার রাষ্ট্রনিয়ন্ত্রিত চার রাজ্যসরকার জোটের বেসরকারি উপদেষ্টা হচ্ছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট মাহাথির মোহাম্মদ। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) তেরেঙ্গানু রাজ্যের মুখ্যমন্ত্রী আহমেদ সামসুরি মোখতার সাংবাদিকদের এ তথ্য জানান।

মালয়েশিয়ার কেলন্টান, তেরেঙ্গানু, কেগাহ ও পার্লিসের মুখ্যমন্ত্রীদের সংগঠন এসজি-৪। দ্য স্টেইটস টাইমসের খবরে বলা হয়েছে, ওই সংগঠনের বেসরকারি উপদেষ্টা হচ্ছেন মাহাথির।

সামসুরি মোখতার বলেন, মাহাথির আমাদের এসজি-৪ ঠিকভাবে পরিচালনার জন্য কার্যকর শাসনের পরামর্শ দেবেন। ডা. মাহাথিরের ভূমিকা হবে চার রাজ্যকে জাপান এবং দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলোর বিনিয়োগকারীদের সঙ্গে সংযুক্ত করা, যাদের সঙ্গে তার ভালো সম্পর্ক রয়েছে।

উল্লেখ্য, মাহাথির মালয়েশিয়ার দুইবারের নির্বাচিত প্রধানমন্ত্রী ছিলেন। গত নভেম্বরে অনুষ্ঠিত ১৫তম সাধারণ নির্বাচনে নিজের প্রতিষ্ঠিত দল পেজুয়াংয়ের নেতৃত্বে গেরাকান তানাহ এয়ার (জিটিএ) জোট গড়েছিলেন। ওই নির্বাচনে মাহাথিরের সঙ্গে সম্পৃক্ত সব নেতার আমানত বাজেয়াপ্ত হয়। এমন ভরাডুবির পর ফেব্রুয়ারিতে পেজুয়াংয়ের চেয়ারম্যানের পদ ত্যাগ করেন মাহাথির। অল্প পরিচিত বুমিপুতেরা পারকাসা মালয়েশিয়া (পুত্রা) নামের দলে যোগ দিয়েছেন ৯৭ বছর বয়সী নেতা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।