পেঁয়াজ আলু ডিমের দাম শক্তভাবে মনিটরিং হচ্ছে : বাণিজ্যমন্ত্রী – দৈনিক মুক্ত বাংলা
ঢাকাশুক্রবার , ১৫ সেপ্টেম্বর ২০২৩
  1. অপরাধ
  2. অর্থনীতি-ব্যবসা
  3. আইন ও আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. ইসলাম ও ধর্ম
  7. কোভিট-১৯
  8. ক্যারিয়ার
  9. খেলা
  10. জেলার খবর
  11. তথ্যপ্রযুক্তি
  12. বিনোদন
  13. মি‌ডিয়া
  14. মু‌ক্তিযুদ্ধ
  15. যোগা‌যোগ

পেঁয়াজ আলু ডিমের দাম শক্তভাবে মনিটরিং হচ্ছে : বাণিজ্যমন্ত্রী

সম্পাদক
সেপ্টেম্বর ১৫, ২০২৩ ২:০৯ অপরাহ্ণ
Link Copied!

রংপুর প্রতি‌বেদক:: 

বেঁধে দেওয়া দামে পেঁয়াজ, আলু, ডিম বিক্রির বিষয়টি শক্তভবে মনিটরিং করা হচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এমপি। প্রধানমন্ত্রীর নির্দেশে বাজার সিন্ডিকেট নিয়ে কঠোর অবস্থানে রয়েছে মন্ত্রণালয় এবং ঘাটতি জনবল থাকা সত্ত্বেও ভোক্তা অধিকার কাজ করছে বলে জানান তিনি।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সকালে রংপুর নগরীর সেন্ট্রাল রোডস্থ নিজ বাসভবনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন। টিপু মুনশি বলেন, তিন পণ্যের বেঁধে দেওয়া দাম কার্যকর হবে। এখন থেকে খুচরা পর্যায়ে প্রতিটি ডিমের দাম হবে সর্বোচ্চ ১২ টাকা, প্রতি কেজি আলু ৩৬ টাকা এবং দেশি পেঁয়াজ ৬৫ টাকা। কোনো কারণ ছাড়াই বাজারে অনেক পণ্যের দাম বেড়েছে। এর মধ্যে আলু, পেঁয়াজ ও ডিমের মতো গুরুত্বপূর্ণ পণ্যও রয়েছে। এখন ন্যায্য দাম কার্যকর হবে।

ভারতে যে ইলিশ রপ্তানি করা হচ্ছে, তা টোকেন হিসেবে। এতে দেশে ইলিশের দামে প্রভাব পড়বে না বলে জানান বাণিজ্যমন্ত্রী।

টিপু মুনশি বলেন, বাণিজ্য মন্ত্রণালয় তিন পণ্যের যে দাম ঘোষণা করেছে, তা কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করেই নির্ধারণ করা হয়েছে। বাজার নিয়ন্ত্রণে সরকারের আন্তরিকতা রয়েছে, মন্ত্রণালয়েরও চেষ্টা আছে। তবে পর্যাপ্ত জনবল না থাকায় কিছু অসাধু ব্যবসায়ী সুবিধা নিচ্ছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।