কারাগারে চিকিৎসা ও খাবার দেয়া হচ্ছে না সু চিকে, অভিযোগ এনএলডি নেতাদের – দৈনিক মুক্ত বাংলা
ঢাকাশুক্রবার , ১৫ সেপ্টেম্বর ২০২৩
  1. অপরাধ
  2. অর্থনীতি-ব্যবসা
  3. আইন ও আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. ইসলাম ও ধর্ম
  7. কোভিট-১৯
  8. ক্যারিয়ার
  9. খেলা
  10. জেলার খবর
  11. তথ্যপ্রযুক্তি
  12. বিনোদন
  13. মি‌ডিয়া
  14. মু‌ক্তিযুদ্ধ
  15. যোগা‌যোগ

কারাগারে চিকিৎসা ও খাবার দেয়া হচ্ছে না সু চিকে, অভিযোগ এনএলডি নেতাদের

সম্পাদক
সেপ্টেম্বর ১৫, ২০২৩ ২:১৪ অপরাহ্ণ
Link Copied!

বান্না খান :: 

মিয়ানমারের সামরিক জান্তা সরকার দেশটির গণতন্ত্রপন্থী নেতা অং সান সু চিকে চিকিৎসা সেবা ও স্বাস্থ্যকর খাবার থেকে বঞ্চিত করছে বলে অভিযোগ তুলেছেন সু চির রাজনৈতিক দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) নেতারা। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) এক প্রতিবেদন এ তথ্য জানায় সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।

সাম্প্রতিক দেশটির গণমাধ্যম থেকে পাওয়া খবরে জানা যায়, নানান রোগে ভুগছেন ৭৮ বছর বয়সী নোবেলজয়ী নেত্রী সু চি। বর্তমানে তিনি দাঁতের ব্যাথার কারণে খেতে পারছেন না বলেও জানায় দেশটির গণমাধ্যম। জান্তা সরকারের অবহেলার কারণে এখন তার জীবন হুমকিনর সম্মুখীন বলেও অভিযোগ করেন এনএলডি নেতারা।

ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির নেতারা বলেন, সু চির সঙ্গে সামরিক জান্তার আচরণ নিয়ে আমরা খুবই উদ্বিগ্ন। তাকে সঠিক চিকিৎসা দেয়া হচ্ছে না। এমনকি তাকে পর্যাপ্ত স্বাস্থ্যকর খাবার দেয়া হচ্ছে না বলেও অভিযোগ তাদের।

তবে সু চির অসুস্থতার খবর সত্যি নয় বলে দাবি করছে জান্তা সরকার। গত সপ্তাহে সরকারের এক মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, সু চির অসুস্থতার খবর গুজব। সু চি কোনো রোগে ভুগছেন না, কারণ চিকিৎসক নিয়মিত তার স্বাস্থের যত্ন নিচ্ছেন।

প্রসঙ্গত, ২০২১ সালের ফেব্রুয়ারিতে দেশটির সামরিক বাহিনী ক্ষমতা দখল করার পর থেকে সু চি কারাগারে বন্দি রয়েছেন। বেশকয়েকটি মামলায় গ্রেফতার দেখানোর পর সু চিকে ৩৩ বছরের কারাদণ্ড দেয়া হয়। অবশ্য পরে জান্তা প্রধান অং হ্লাইং তার শাস্তি কিছুটা কমিয়ে দিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।