শিকল মুক্ত জুনায়েদ পাইলট হ‌তে চাই – দৈনিক মুক্ত বাংলা
ঢাকাশনিবার , ১৬ সেপ্টেম্বর ২০২৩
  1. অপরাধ
  2. অর্থনীতি-ব্যবসা
  3. আইন ও আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. ইসলাম ও ধর্ম
  7. কোভিট-১৯
  8. ক্যারিয়ার
  9. খেলা
  10. জেলার খবর
  11. তথ্যপ্রযুক্তি
  12. বিনোদন
  13. মি‌ডিয়া
  14. মু‌ক্তিযুদ্ধ
  15. যোগা‌যোগ

শিকল মুক্ত জুনায়েদ পাইলট হ‌তে চাই

সম্পাদক
সেপ্টেম্বর ১৬, ২০২৩ ১১:৪৩ পূর্বাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জ প্রতি‌বেদক :: 

সংবাদ প্রকাশের পর শিকলবন্দি জীবন থেকে মুক্তি পেয়েছে ভিসা ও পাসপোর্ট ছাড়া বিমানে ওঠা আলোচিত শিশু জুনায়েদ মোল্লা। না বলে আর কোথাও যাবে না, এমন আশ্বাস পেয়েই তার পায়ের শিকল খুলে দিয়েছে পরিবার। এখন জুনায়েদ পড়ালেখা শিখে পাইলট হতে চায়।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে খুলে দেওয়া হয় জুনায়েদের পায়ের শিকল। এরপরই সে ঘরের বাইরে মুক্ত পরিবেশে ঘুরে বেড়ায়। বাড়ির পাশের খালে গোসল করে জুনায়েদ। তবে এখনো জুনায়েদকে এক নজর দেখতে তার বাড়িতে ভিড় করছেন এলাকাবাসী।

খোঁজ নিয়ে জানা গেছে, গত বুধবার সকালে ঢাকা বিমানবন্দর থানা থেকে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার পারইহাটি গ্রামের বাড়িতে নিয়ে আসা হয় জুনায়েদকে। এরপর বারবার বাড়ি থেকে পলানোর কারণে তাকে শিকলবন্দি করে রাখা হয়। জুনায়েদের এক পা শিকল দিয়ে খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয়েছিল। এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর খুলে দেওয়া হয় শিকল। এরপর থেকে মুক্ত পরিবেশে আবারো ঘুর বেড়াতে পারছে শিশুটি।

জুনায়েদের দাবি, পরিবার থেকে পড়ালেখার খরচ দিতে না পারার কারণে মাদরাসা থেকে বারবার পালিয়ে যেতো সে। তবে এবার আর পালানো নয়, বরং পড়ালেখা শিখে পাইলট হতে চায় জুনায়েদ। ঘুরতে চায় দেশ বিদেশ।

জুনায়েদ জানায়, মাদরাসায় পড়ার সময় আব্বার কাছে কাগজ ও কলম কেনার টাকা চাইতাম। আব্বা পড়ালেখার খরচ দিতে পারতো না। খাতা–কলমের জন্য মাদরাসার শিক্ষকরা মারতো। মার খাওয়ার ভয়ে মাদরাসা থেকেও মাঝে মধ্যে পালিয়ে যেতাম। কিন্তু এখন আমি পড়ালেখা শিখতে চাই। পাইলট হয়ে বিমানে করে দেশ-বিদেশ ঘুরতে চাই। সরকার যদি আমাকে সাহায্য করতো আমি পড়ালেখা শিখতাম।

জুনায়েদের চাচা ইউসুফ মোল্লা বলেন, ‘জুনায়েদ পাগল নয় যে ওকে শিকল দিয়ে বেঁধে রাখবো। ওর শিকল খুলে দেওয়া হয়েছে। সে এখন আগের মত ঘুরে বেড়াতে পারছে। ওর বিমানে ওঠার শখ ছিল। কিন্তু ধরা পড়ায় জুনায়েদের বিমানে চড়ার স্বপ্ন পূর্ণ হয়নি। তাই বিমান কর্তৃপক্ষের কাছে জুনায়েদের ইচ্ছা পূরণ করার দাবি জানাই।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।