সাইবার নিরাপত্তা আইনে বিনা পরোয়ানায় গ্রেফতার নয় : আইনমন্ত্রী – দৈনিক মুক্ত বাংলা
ঢাকাশনিবার , ১৬ সেপ্টেম্বর ২০২৩
  1. অপরাধ
  2. অর্থনীতি-ব্যবসা
  3. আইন ও আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. ইসলাম ও ধর্ম
  7. কোভিট-১৯
  8. ক্যারিয়ার
  9. খেলা
  10. জেলার খবর
  11. তথ্যপ্রযুক্তি
  12. বিনোদন
  13. মি‌ডিয়া
  14. মু‌ক্তিযুদ্ধ
  15. যোগা‌যোগ

সাইবার নিরাপত্তা আইনে বিনা পরোয়ানায় গ্রেফতার নয় : আইনমন্ত্রী

সম্পাদক
সেপ্টেম্বর ১৬, ২০২৩ ২:১১ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতি‌বেদক ::

আমলযোগ্য অপরাধ ছাড়া সাইবার নিরাপত্তা আইনে (সিএসএ) বিনা পরোয়ানায় গ্রেফতারের সুযোগ নেই বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় গতকাল আওয়ামী লীগের এক বিশেষ বর্ধিত সভায় যোগদানের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।

আইনমন্ত্রী বলেন, ‘ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে সাংবাদিক মহলের আপত্তির ধারাগুলোর আমূল পরিবর্তন করা হয়েছে। সাইবার সিকিউরিটি অ্যাক্টে মাত্র চারটি আমলযোগ্য অপরাধ আছে। আর সব অ-আমলযোগ্য অপরাধ। আমলযোগ্য অপরাধ ছাড়া বিনা পরোয়ানায় গ্রেফতার করার কোনো অধিকার আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নেই। যেসব প্রশ্ন উত্থাপন করা হয়েছে, এটা সাইবার সিকিউরিটি অ্যাক্টের অপব্যাখ্যা।’

আনিসুল হক বলেন, ‘সাইবার সিকিউরিটি অ্যাক্টে টেকনিক্যাল অপরাধ, হ্যাকিং ও কম্পিউটারের ভেতরে ঢুকে যদি কেউ কোনো কিছু নষ্ট করে, সেজন্য ১৪ বছরের সাজার বিধান রয়েছে।’

সভায় আইনমন্ত্রী বলেন, ‘নির্বাচনকে সামনে রেখে বিএনপি-জামায়াত আবারো ষড়যন্ত্রে লিপ্ত। বিএনপি কখনো সামনের দরজা দিয়ে ক্ষমতায় আসেনি। তারা সবসময় পেছনের দরজা দিয়ে ক্ষমতায় এসেছে। ভোট চুরি করেছে। মানুষকে ভোট দিতে দেয়নি। এভাবে ক্ষমতায় এসে তারা দল সৃষ্টি করেছে। কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় থেকে সৃষ্টি হয়নি। ১৯৪৯ সালে মওলানা ভাসানী, সোহরাওয়ার্দী সাহেব, ফজলুল হক সাহেব জনগণকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগ প্রতিষ্ঠা করেছিলেন।’

তিনি বলেন, ‘১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নির্মমভাবে হত্যার পর বাংলাদেশের স্বাধীনতার চাকা কিন্তু উল্টা দিকে ঘোরানোর চেষ্টা হয়েছিল। জিয়াউর রহমান যারা খুনি-রাজাকার তাদের নিয়ে সরকার গঠন করেছিল। বাংলাদেশকে ধ্বংস করে দেয়ার চেষ্টা করেছিল। জিয়াউর রহমানের পর এরশাদও ঠিক তাই করার চেষ্টা করেছিল।’

আনিসুল হক বলেন, ‘বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। ক্রিকেটও কিন্তু বাংলাদেশ ভালো খেলে। এগুলো শেখ হাসিনার অবদান।’ আগামী ডিসেম্বরের শেষে বা জানুয়ারির প্রথম সপ্তাহে আগামী নির্বাচন হবে বলে জানান মন্ত্রী। এ সময় বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবায়নে শেখ হাসিনার পক্ষে নৌকা মার্কায় ভোট চান তিনি।

বিশেষ এ বর্ধিত সভায় সভাপতিত্ব করেন আখাউড়া দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মজনু মিয়া। উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, সাধারণ সম্পাদক ও আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম ভুঁইয়া প্রমুখ। এছাড়া আওয়ামী লীগের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতারা সভায় উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।