আগামী নির্বাচনে জাতীয় পার্টি ৩০০ আসনে অংশ নেবে : জিএম কাদের – দৈনিক মুক্ত বাংলা
ঢাকাশনিবার , ১৬ সেপ্টেম্বর ২০২৩
  1. অপরাধ
  2. অর্থনীতি-ব্যবসা
  3. আইন ও আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. ইসলাম ও ধর্ম
  7. কোভিট-১৯
  8. ক্যারিয়ার
  9. খেলা
  10. জেলার খবর
  11. তথ্যপ্রযুক্তি
  12. বিনোদন
  13. মি‌ডিয়া
  14. মু‌ক্তিযুদ্ধ
  15. যোগা‌যোগ

আগামী নির্বাচনে জাতীয় পার্টি ৩০০ আসনে অংশ নেবে : জিএম কাদের

সম্পাদক
সেপ্টেম্বর ১৬, ২০২৩ ১১:৩১ অপরাহ্ণ
Link Copied!

লালম‌নিরহাট প্রতি‌বেদক ::

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি ৩০০ আসনে প্রার্থী দেবে। সে লক্ষ্যে জাতীয় পার্টি এককভাবে এগিয়ে যাচ্ছে।

শনিবার (১৬ সেপ্টেম্বর) বিকাল সাড়ে তিনটায় লালমনিরহাট রেলওয়ে অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত জেলা জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।

জিএম কাদের বলেন, দুর্নীতিমুক্ত প্রার্থীকে নমিনেশন দেবে পার্টি। আপনারা জনগণের কাছে গিয়ে জাতীয় পার্টির উন্নয়নের কথা বলুন। জাতীয় পার্টিকে শক্তিশালী করুন। ৯০ সালের পর যারাই ক্ষমতায় গেছে তারা জাতীয় পার্টিকে ধ্বংস করার ষড়যন্ত্র করেছে। এই সরকারও জাতীয় পার্টিকে দুর্বল করার চেষ্টা করছে। কিন্তু কেউই জনগণের হৃদয় থেকে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীককে মুছে দিতে পারেনি। এখন লাঙ্গল প্রতীক আরো উজ্জীবিত ও শক্তিশালী হয়েছে।

তিনি বলেন, আওয়ামী লীগ দেশের মানুষকে দুই ভাগ করেছে। নিউইয়র্ক টাইমস বলছে, বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস করে একদলীয় শাসন ব্যবস্থার দিকে এগিয়ে যাচ্ছে। আমরা বৈষম্যের শিকার। দেশের মানুষ সরকার বান্ধব নয়। কৃষক, শ্রমিক বান্ধবও নয়।

জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, বিএনপির আমলে চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুতের জন্য গুলি করে মানুষ হত্যা করা হয়েছে। বিএনপির সরকার দুর্নীতিতে পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছিল। তারেক রহমান হাওয়া ভবন খুলে দেশে লুটপাট ও দুর্নীতির আখড়ায় পরিণত করেছিল।

তিনি বলেন, বিএনপির একদফা মানে তারেক রহমানকে মুক্তি করা। এইটা এ দেশের মানুষ চায় না। বিএনপি এবং আওয়ামী লীগের একটাই লক্ষ্য। সেটা হলো ক্ষমতায় থাকা। দেশের মানুষ আর তাদের ক্ষমতায় দেখতে চায় না। আগামী সংসদ নির্বাচনে জাতীয় পার্টির সরকার গঠনে জনগণ এক হয়েছে। এ জন্য জাতীয় পার্টি ৩০০ আসনে নির্বাচন করবে।

সম্মেলন শেষে লালমনিরহাট জেলা জাতীয় পার্টির সভাপতি হিসেবে শেরীফা কাদের এমপি ও সাধারণ সম্পাদক হিসেবে জাহিদ হাসান লিমনের নাম ঘোষণা করেন মহাসচিব মুজিবুল হক চুন্নু।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।