হিমাগারের আলু ২৬-২৭ টাকায় বিক্রি করতে হবে : ভোক্তা অধিকারের মহাপরিচালক – দৈনিক মুক্ত বাংলা
ঢাকাশনিবার , ১৬ সেপ্টেম্বর ২০২৩
  1. অপরাধ
  2. অর্থনীতি-ব্যবসা
  3. আইন ও আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. ইসলাম ও ধর্ম
  7. কোভিট-১৯
  8. ক্যারিয়ার
  9. খেলা
  10. জেলার খবর
  11. তথ্যপ্রযুক্তি
  12. বিনোদন
  13. মি‌ডিয়া
  14. মু‌ক্তিযুদ্ধ
  15. যোগা‌যোগ

হিমাগারের আলু ২৬-২৭ টাকায় বিক্রি করতে হবে : ভোক্তা অধিকারের মহাপরিচালক

সম্পাদক
সেপ্টেম্বর ১৬, ২০২৩ ১১:২৫ অপরাহ্ণ
Link Copied!

 মুন্সীগঞ্জ প্রতিবেদক ::

বাজার তদার‌কি কিংবা দাম বে‌ধে দেয়া  কোন ভা‌বেই আলুর দাম কম‌ছে না। বাজার নিয়ন্ত্রন সম্ভব না হওয়ায় এবার হিমাগা‌রের ওপর নজরদারী শুরু ক‌রে‌ছে ষরকার। 

হিমাগারের আলু ২৬-২৭ টাকায় বিক্রি করতে হবে : ভোক্তা অধিকারের মহাপরিচালক

ফাইল ফটো

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান বলেছেন, আগামীকাল (রোববার) থেকে হিমাগারের আলু ২৬-২৭ টাকা কেজি দরে বিক্রি করতে হবে। যদি কোনো আলু ব্যবসায়ী তার আলু বিক্রি না করেন, তাহলে সরকারই ওই টাকা দরে সেই আলু বিক্রি করে মালিকদের টাকা বুঝিয়ে দেবে।

শনিবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলু ব্যবসায়ী ও হিমাগার মালিক সমিতির সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

এ এইচ এম সফিকুজ্জামান বলেন, সরকারের অনেক ক্ষমতা রয়েছে। চাইলে সরকার আলু অধিগ্রহণ করে বেঁচে দিতে পারে। কিন্তু সরকার তার ক্ষমতা দেখাতে চায় না। তাই আলু ব্যবসায়ীদের আহ্বান জানাবো ২৬-২৭ টাকা দরে পাইকারি ও ৩৫-৩৬ টাকা দরে খুচরা আলু বিক্রি করত হবে।

তিনি জানান, মুন্সীগঞ্জের ৬০টি হিমাগারে এখনো সাড়ে ৩ লাখ মেট্রিক টন আলু মজুদ আছে। খুচরা বিক্রেতাদের পরামর্শ দিয়ে তিনি বলেন, যদি পাইকারি ২৬-২৭ টাকা কেজি দরে আলু কিনতে না পারেন, তাহলে স্থানীয় ইউএনওর সঙ্গে যোগাযোগ করবেন। প্রশাসন আপনাদের পাইকারি ২৬-২৭ টাকা দরে আলু কিনে দাওয়ার ব্যবস্থা করবে।

মুন্সীগঞ্জ জেলা প্রশাসক মো. আবু জাফর রিপনের সভাপতিত্বতে মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. আসলাম খান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তৌহিদ এলাহী প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।