আহমেদ বিন আলম ::
যান্ত্রিক ত্রুটির কারণে আবারও বন্ধ হয়ে গেছে বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন। শুক্রবার (১৫) দিবাগত রাত ৯টার দিকে কেন্দ্রটির উৎপাদন বন্ধ হয়ে যায়।
৭
বিপিডিবির পরিচালক (জনসংযোগ) শামীম হাসান জানান, বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে কেন্দ্রটির প্রথম ইউনিট বন্ধ হয়ে যায়। মূলত অ্যাশ (ছাই) ব্যবস্থাপনা সিস্টেমে জটিলতা তৈরি হওয়ায় এটি বন্ধ হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক বিদ্যুৎ কেন্দ্রের এক কর্মকর্তা জানান, এবার কয়লা সংকট নয়, যান্ত্রিক ত্রুটির কারণে শুক্রবার রাত সাড়ে ৯ টার দিকে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বন্ধ হয়ে যায়।
ৎ
এ বিষয়ে জানতে বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেডের (বিআইএফপিসিএল) উপ-মহাব্যবস্থাপক আনোয়ারুল আজীমকে একাধিবার ফোন করা হলে তিনি রিসিভ করেননি।
এর আগে টারবাইন (বিদ্যুৎ শক্তি উৎপাদনের ঘূর্ণায়মান যন্ত্র) ত্রুটির কারণে গত ১৬ জুলাই বন্ধ হয়ে যায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র। টারবাইন মেরামত শেষে ২০ জুলাই দুপুর থেকে উৎপাদন শুরু হয়। গত বছরের ১৭ ডিসেম্বর চালু হওয়ার পর আট মাসে ৬ বার বন্ধ হয়েছে বিদ্যুৎ কেন্দ্রটি।