আবারও উৎপাদন বন্ধ হলো রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের – দৈনিক মুক্ত বাংলা
ঢাকারবিবার , ১৭ সেপ্টেম্বর ২০২৩
  1. অপরাধ
  2. অর্থনীতি-ব্যবসা
  3. আইন ও আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. ইসলাম ও ধর্ম
  7. কোভিট-১৯
  8. ক্যারিয়ার
  9. খেলা
  10. জেলার খবর
  11. তথ্যপ্রযুক্তি
  12. বিনোদন
  13. মি‌ডিয়া
  14. মু‌ক্তিযুদ্ধ
  15. যোগা‌যোগ
 
আজকের সর্বশেষ সবখবর

আবারও উৎপাদন বন্ধ হলো রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের

সম্পাদক
সেপ্টেম্বর ১৭, ২০২৩ ৯:০৪ পূর্বাহ্ণ
Link Copied!

আহ‌মেদ বিন আলম :: 

যান্ত্রিক ত্রুটির কারণে আবারও বন্ধ হয়ে গেছে বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন। শুক্রবার (১৫) দিবাগত রাত ৯টার দিকে কেন্দ্রটির উৎপাদন বন্ধ হয়ে যায়।

বিপিডিবির পরিচালক (জনসংযোগ) শামীম হাসান  জানান, বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে কেন্দ্রটির প্রথম ইউনিট বন্ধ হয়ে যায়। মূলত অ্যাশ (ছাই) ব্যবস্থাপনা সিস্টেমে জটিলতা তৈরি হওয়ায় এটি বন্ধ হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক বিদ্যুৎ কেন্দ্রের এক কর্মকর্তা জানান, এবার কয়লা সংকট নয়, যান্ত্রিক ত্রুটির কারণে শুক্রবার রাত সাড়ে ৯ টার দিকে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বন্ধ হয়ে যায়।

এ বিষয়ে জানতে বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেডের (বিআইএফপিসিএল) উপ-মহাব্যবস্থাপক আনোয়ারুল আজীমকে একাধিবার ফোন করা হলে তিনি রিসিভ করেননি।

এর আগে টারবাইন (বিদ্যুৎ শক্তি উৎপাদনের ঘূর্ণায়মান যন্ত্র) ত্রুটির কারণে গত ১৬ জুলাই বন্ধ হয়ে যায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র। টারবাইন মেরামত শেষে ২০ জুলাই দুপুর থেকে উৎপাদন শুরু হয়। গত বছরের ১৭ ডিসেম্বর চালু হওয়ার পর আট মাসে ৬ বার বন্ধ হয়েছে বিদ্যুৎ কেন্দ্রটি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।