রাজধানীর দক্ষিণখান মধ্যে আজমপুর ফরিদ মার্কেট এলাকায় অনুমতি না নিয়ে রাস্তা কাটার অভিযোগ পাওয়া গেছে।
জানাগেছে,১ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাতে ৪৯,৫০,৫১ নং ওয়ার্ড মহিলা কাউন্সিল জাকিয়া সুলতানা তার লোকজন নিয়ে রাস্তা কাটছে এবং তা মোবাইল ধারণ করে লাইফ চালিয়ে যাচ্ছে।
জানতে চাইলে একালাবাসী বলেন, সুয়ারেজের একটি লাইন দিচ্ছে।উপস্থিত কাউন্সিলের কাছে সড়ক কাটার (সিটি করপোরেশনের) অনুমতি পএ চাইলে তিনি বলেন,আমি কাউন্সিল এই গুলোনিয়ে আমি কথা বলতে চাই না।এটা আমার রাস্তা।এখানকার নির্বাহী প্রকৌশলী ফরহাদকে আমি বিষয়টা বলেছি।আপনার ঝামেলা করবেন না।এটা এখানেই শেষ।রীতিমতো তার কথা শুনে হতবাক সংবাদ কর্মীরা।তার সাথে থাকা একদল সন্ত্রাসী সংবাদিককে দেখে নেওয়ার হুমকি ধামকি ও দেয়।অবস্থা খারাপ দেখলে সংবাদকর্মীরা তাদের তথ্যনিয়ে চলে আসেন।এর আগেও বিভিন্ন অনিয়ম করার কারণে জাকিয়া সুলতানার বিরুদ্ধে একাধিক দৈনিক পএিকায় সংবাদ প্রকাশ হয়।তিনি নিজেকে বিশাল ক্ষমতাধর ব্যক্তি হিসেবে সব জায়গায় জয়ের করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন কাউন্সিল বলেন, অযোগ্য যখন যোগ্য স্থানে চলে আসে, তখন তার ভিতরে একটি অহংকার চলে আসে।এর আগেও অনেক অনিয়ম করেছেন তিনি।
মহিন নামে একজন এলাকাবাসী বলেন,ওনার অফিস সময় সকাল থেকে বিকেল ৫ টা পযর্ন্ত কিন্তু অফিসে গেলে সময় মত পাওয়া যায় না।নিজের ইচ্ছে মত অফিসে আসে।ইচ্ছে মত কাজ করে।
এই বিষয়ে অঞ্চল ৮ এর নির্বাহী প্রকৌশলী ফরহাদ বলেন,অনুমতি ছাড়া রাস্তা কাটা অপরাধ।অনুমতি নিয়ে রাস্তা না কাটলে দ্বিগুণ জরিমানা গুনতে হবে।কতটুকু কেটেছে তা এখনো পাইনি।সিটি করর্পোরেশন থেকে মাইনউদ্দীন নামে একজন পরিদর্শক গেছে,রিপোর্ট দিলেই জরিমানার আওতায় আনা হবে।