নিজস্ব প্রতিবেদক ::
নৌকার মনোনয়ন ফরম কিনলেন নায়ক মাসুম পারভেজ রুবেল। দুপুরে আওয়ামী লীগের কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন চিত্রনায়ক রুবেল।
আজ সোমবার দুপুরে আওয়ামী লীগের কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।
বরিশাল-৩ আসন থেকে মনোনয়ন ফরম তুলেছেন এই নায়ক।
নায়ক রুবেল দ্য ডেইলি স্টারকে বলেন, `ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে জড়িয়ে আছি। অনেক আগে থেকেই রাজপথে জয় বাংলা স্লোগান দিচ্ছি। চলচ্চিত্রের অন্যদের মতো হঠাৎ করে রাজনীতিতে আসিনি। দীর্ঘদিন আমরা আওয়ামী লীগের রাজনীতি করে আসছি। আশা করি আমার বিষয়টা বোঝাতে পেরেছি।’
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।