বেশ কিছুদিন ধরেই ফর্মের বাইরে থাকা মাহমুদউল্লাহ শেষ পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে থাকবেন কি না, সেটি জানা যাবে কাল দল ঘোষণার পর। তবে ৩৭ ছুঁই ছুঁই এ ক্রিকেটার শেষ পর্যন্ত দলে জায়গা না পেলে এ সংস্করণে তাঁর ক্যারিয়ারের মোটামুটি শেষই ধরে নিতে হবে। সেই সময় এলে তাঁকে আয়োজন করেই বিদায় দেওয়ার ইচ্ছা বিসিবির। বিসিবি সভাপতি বলেছেন, ‘আমরা যদি ওকে দলে জায়গা না দিতে পারি, ওকে যদি অবসর নিতেই হয়, তাহলে তাকে ন্যূনতম সম্মানটা তো দেওয়া উচিত। মাঠ থেকে অবসরের সুযোগ দেওয়া উচিত। কারণ মাহমুদউল্লাহ রিয়াদের অবদান খাটো করে দেখার কোনো সুযোগ নেই। বহু ম্যাচ জিতিয়েছে আমাদের।’
ক্রিকেটারদের অবসরের ঘোষণা আসুক মাঠ থেকেই, এমন চাওয়ার কথা জানিয়ে নাজমুল বলেছেন, ‘মুশফিক অবসর নিয়েছে, আমাদের তো খারাপ লাগে। আমি সব সময় বলে গেছি, মুশফিক আমাদের সেরা ব্যাটসম্যান। এখন একেকটা সংস্করণে টিম কম্বিনেশনের কারণে একেকজনের জায়গা হয় না, সেটা ভিন্ন বিষয়। ভবিষ্যৎ চিন্তা করলে হয়তো আমি দুই বছর পর অনেককেই পাব না বিশ্বকাপে। তবে খেলোয়াড়েরা যদি নিজেরা অবসরের ঘোষণা না দিয়ে আমাদের সুযোগ করে দেয়, আমরা তাদের সসম্মানে বিদায় দেব। সেটি যে কোনো সংস্করণেই হোক, আমরা (ব্যবস্থা) করে দেব বিদায় নেওয়ার। সেই সুযোগ তারা যেন আমাদের দেয়।’