মাহমুদউল্লাহদের সসম্মানে বিদায় দিতে চান নাজমুল – দৈনিক মুক্ত বাংলা
ঢাকাবুধবার , ১৪ সেপ্টেম্বর ২০২২
  1. অপরাধ
  2. অর্থনীতি-ব্যবসা
  3. আইন ও আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. ইসলাম ও ধর্ম
  7. কোভিট-১৯
  8. ক্যারিয়ার
  9. খেলা
  10. জেলার খবর
  11. তথ্যপ্রযুক্তি
  12. বিনোদন
  13. মি‌ডিয়া
  14. মু‌ক্তিযুদ্ধ
  15. যোগা‌যোগ

মাহমুদউল্লাহদের সসম্মানে বিদায় দিতে চান নাজমুল

সম্পাদক
সেপ্টেম্বর ১৪, ২০২২ ১:২০ পূর্বাহ্ণ
Link Copied!

বেশ কিছুদিন ধরেই ফর্মের বাইরে থাকা মাহমুদউল্লাহ শেষ পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে থাকবেন কি না, সেটি জানা যাবে কাল দল ঘোষণার পর। তবে ৩৭ ছুঁই ছুঁই এ ক্রিকেটার শেষ পর্যন্ত দলে জায়গা না পেলে এ সংস্করণে তাঁর ক্যারিয়ারের মোটামুটি শেষই ধরে নিতে হবে। সেই সময় এলে তাঁকে আয়োজন করেই বিদায় দেওয়ার ইচ্ছা বিসিবির। বিসিবি সভাপতি বলেছেন, ‘আমরা যদি ওকে দলে জায়গা না দিতে পারি, ওকে যদি অবসর নিতেই হয়, তাহলে তাকে ন্যূনতম সম্মানটা তো দেওয়া উচিত। মাঠ থেকে অবসরের সুযোগ দেওয়া উচিত। কারণ মাহমুদউল্লাহ রিয়াদের অবদান খাটো করে দেখার কোনো সুযোগ নেই। বহু ম্যাচ জিতিয়েছে আমাদের।’

ক্রিকেটারদের অবসরের ঘোষণা আসুক মাঠ থেকেই, এমন চাওয়ার কথা জানিয়ে নাজমুল বলেছেন, ‘মুশফিক অবসর নিয়েছে, আমাদের তো খারাপ লাগে। আমি সব সময় বলে গেছি, মুশফিক আমাদের সেরা ব্যাটসম্যান। এখন একেকটা সংস্করণে টিম কম্বিনেশনের কারণে একেকজনের জায়গা হয় না, সেটা ভিন্ন বিষয়। ভবিষ্যৎ চিন্তা করলে হয়তো আমি দুই বছর পর অনেককেই পাব না বিশ্বকাপে। তবে খেলোয়াড়েরা যদি নিজেরা অবসরের ঘোষণা না দিয়ে আমাদের সুযোগ করে দেয়, আমরা তাদের সসম্মানে বিদায় দেব। সেটি যে কোনো সংস্করণেই হোক, আমরা (ব্যবস্থা) করে দেব বিদায় নেওয়ার। সেই সুযোগ তারা যেন আমাদের দেয়।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।