এসএসসি পরীক্ষার্থীকে কেন্দ্রে পৌছুতে সহায়তায় উত্তরা পশ্চিম থানার ওসি – দৈনিক মুক্ত বাংলা
ঢাকাবৃহস্পতিবার , ১৫ সেপ্টেম্বর ২০২২
  1. অপরাধ
  2. অর্থনীতি-ব্যবসা
  3. আইন ও আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. ইসলাম ও ধর্ম
  7. কোভিট-১৯
  8. ক্যারিয়ার
  9. খেলা
  10. জেলার খবর
  11. তথ্যপ্রযুক্তি
  12. বিনোদন
  13. মি‌ডিয়া
  14. মু‌ক্তিযুদ্ধ
  15. যোগা‌যোগ
 
আজকের সর্বশেষ সবখবর

এসএসসি পরীক্ষার্থীকে কেন্দ্রে পৌছুতে সহায়তায় উত্তরা পশ্চিম থানার ওসি

মোঃরফিকুল ইসলাম মিঠু
সেপ্টেম্বর ১৫, ২০২২ ৩:৫৭ অপরাহ্ণ
Link Copied!

 

মিম এসএসসি পরীক্ষার্থী। ঠিকমতো প্রস্তুতি নিয়েছিলেন। সকাল ১১ টায় পরীক্ষা শুরু হবে।

হাতে কিছুটা সময় নিয়ে মিম উত্তরা হাই স্কুল কে নিজের কেন্দ্র ভেবে যেখানে আসেন, আসলে এটা তাঁর কেন্দ্র নয়। ভুল কেন্দ্রে এসে মিম নার্ভাস হয়ে যান।

এখানে এসে সে জানতে পারেন এটি মিমের কেন্দ্র নন। সঠিক পরীক্ষা কেন্দ্রে যেতে গেলে সঠিক সময়ে পৌঁছানোই যাবে না।

নার্ভাস হয়ে পড়েন মিম। এ সময় উত্তরা পশ্চিম থানার ওসি মহসিন এগিয়ে আসে। মিমকে বলা হয়, ‘তুমি চিন্তা করো না, মা আমরা তোমাকে ঠিক টাইমেই পোঁছে দিচ্ছি। ’ এরপর মিমকে নিয়ে পুলিশের গাড়িতে তোলা হয়। তাঁকে নিয়ে উত্তরা গার্লস স্কুল কেন্দ্রে রওনা হয় ওই গাড়ি।

ভুল কেন্দ্র থেকে বের করে পুলিশের গাড়িতে ওঠানো পর্যন্ত প্রতি মুহুর্তে বারবার মিমকে স্বাভাবিক রাখতে কথা বলে যাচ্ছিলেন উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোহসিন পিপিএম। পুলিশ দ্রুতই মিমকে সঠিক কেন্দ্রে পৌঁছে দেয়। এরপর মিমের মুখে হাসি ফোটে, হাসি মুখে কেন্দ্রে প্রবেশ করেন।

মিমকে সঠিকভাবে পৌঁছে দেওয়া হয়েছে কি না সেটাও দায়িত্বরত কর্মকর্তার কাছ থেকে নিশ্চিত হন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোহসিন পিপিএম। এ ব্যাপারে মিম বলেন পুলিশ এত ভালো হয় জানাছিল না।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।