পাঁচ কোটি টাকায় চালকল কিনলেন কী ভাবে কেষ্ট-কন্যা  – দৈনিক মুক্ত বাংলা
ঢাকাশনিবার , ১৭ সেপ্টেম্বর ২০২২
  1. অপরাধ
  2. অর্থনীতি-ব্যবসা
  3. আইন ও আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. ইসলাম ও ধর্ম
  7. কোভিট-১৯
  8. ক্যারিয়ার
  9. খেলা
  10. জেলার খবর
  11. তথ্যপ্রযুক্তি
  12. বিনোদন
  13. মি‌ডিয়া
  14. মু‌ক্তিযুদ্ধ
  15. যোগা‌যোগ
 
আজকের সর্বশেষ সবখবর

পাঁচ কোটি টাকায় চালকল কিনলেন কী ভাবে কেষ্ট-কন্যা 

সম্পাদক
সেপ্টেম্বর ১৭, ২০২২ ১:৫৭ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব সংবাদদাতা::
সিবিআইয়ের দাবি, বোলপুরের ‘ভোলে বোম রাইসমিল’টি কেনা হয় পাঁচ কোটি টাকায়। সিবিআই সূত্রে জানা গিয়েছে, ওই চালকলের ডিরেক্টর সুকন্যা এবং বিদ্যুৎবরণ গায়েন। চালকল কেনার টাকার উৎস জানতে চান তদন্তকারীরা।

সম্পত্তির উৎস নিয়ে শুক্রবার অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যাকে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই। সূত্রের খবর, তদন্তকারী সংস্থার আধিকারিকদের বেশির ভাগ প্রশ্নের উত্তর ‘হ্যাঁ’ বা ‘না’-এ দিয়েছেন কেষ্ট-কন্যা। এমনটাই দাবি করা হয়েছে সিবিআই সূত্রে। ‘ভোলে বোম রাইসমিল’ সংক্রান্ত নথি নিয়ে শুক্রবার সুকন্যাকে প্রশ্ন করেন সিবিআই আধিকারিকরা। শনিবার ওই নথি চেয়ে তাঁকে আইনি নটিসও পাঠানো হয়েছে।

সিবিআইয়ের দাবি, বোলপুরের ‘ভোলে বোম রাইসমিল’টি কেনা হয়েছিল পাঁচ কোটি টাকা দিয়ে। সিবিআই সূত্রে জানা গিয়েছে, ওই চালকলের ডিরেক্টর সুকন্যা এবং কেষ্ট ‘ঘনিষ্ঠ’ হিসাবে পরিচিত বিদ্যুৎবরণ গায়েন। চালকল কেনার টাকা কোথা থেকে এল, তা জানতে চান তদন্তকারীরা। সুকন্যা প্রাথমিক স্কুলের শিক্ষিকা। তাঁর কাছে ওই চালকল কেনার টাকা কী ভাবে এল, তা-ও জানতে চায় সিবিআই। সে কারণেই শুক্রবার সুকন্যাকে প্রায় এক ঘণ্টা ১০ মিনিট জিজ্ঞাসাবাদ করা হয়। সিবিআই সূত্রে জানা গিয়েছে, তদন্তকারীদের বেশিরভাগ প্রশ্নের উত্তর ‘হ্যাঁ’ বা ‘না’-এ দিয়েছেন সুকন্যা। সিবিআই সূত্রে আরও জানা গিয়েছে, তাঁর সম্পত্তি সংক্রান্ত প্রশ্নের উত্তরে সুকন্যা জানিয়েছেন, সব কিছু জানেন অনুব্রতের হিসাবরক্ষক মণীশ কোঠারি। কেষ্ট-কন্যার কাছে ‘ভোলে বোম রাইসমিল’টির সমস্ত নথিও চান সিবিআই আধিকারিকরা। শনিবার এ নিয়ে সুকন্যাকে আইনি নোটিসও পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।