টাকা-স্বর্ণালংকার ফেরত না দেওয়ায় শ্বশুরকে খুন : জামাতা আটক – দৈনিক মুক্ত বাংলা
ঢাকারবিবার , ২৫ সেপ্টেম্বর ২০২২
  1. অপরাধ
  2. অর্থনীতি-ব্যবসা
  3. আইন ও আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. ইসলাম ও ধর্ম
  7. কোভিট-১৯
  8. ক্যারিয়ার
  9. খেলা
  10. জেলার খবর
  11. তথ্যপ্রযুক্তি
  12. বিনোদন
  13. মি‌ডিয়া
  14. মু‌ক্তিযুদ্ধ
  15. যোগা‌যোগ
 
আজকের সর্বশেষ সবখবর

টাকা-স্বর্ণালংকার ফেরত না দেওয়ায় শ্বশুরকে খুন : জামাতা আটক

সম্পাদক
সেপ্টেম্বর ২৫, ২০২২ ৪:২৪ অপরাহ্ণ
Link Copied!

পুলিশ ও নিহত ব্যক্তির পরিবার সূত্রে জানা যায়, শহিদুল ইসলাম সৌদি আরবপ্রবাসী। গত এপ্রিলে দেশে ফিরে ময়নাল হোসেনের মেয়ে শিল্পী আক্তারকে বিয়ে করেন তিনি। বিয়ের পর বেশির ভাগ সময়ই শ্বশুরবাড়ি থাকতেন শহিদুল। ১ সেপ্টেম্বর টাকাপয়সার লেনদেন নিয়ে শ্বশুরের সঙ্গে তাঁর ঝগড়া হয়। একপর্যায়ে শহিদুলকে বাড়ি থেকে বের করে দেন ময়নাল। এ নিয়ে তাঁদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। এর মধ্যেই বুধবার হঠাৎ বাড়ি থেকে নিখোঁজ হন ময়নাল।

শহিদুলকে জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) মো. আমজাদ হোসেন বলেন, শহিদুল তাঁর শ্বশুরের কাছে সাড়ে চার লাখ টাকা ও দুই ভরি স্বর্ণালংকার রাখেন। পাশাপাশি বাড়ি করার জন্য তাঁকে কিছু জমি লিখে দিতে বলেন। কিন্তু ময়নাল তাঁকে জমি দিতে রাজি হননি। এ নিয়ে মন খারাপ করেন শহিদুল।

সেই জেরে ১ সেপ্টেম্বর ময়নালের কাছে রাখা টাকা ও স্বর্ণালংকার ফেরত চান শহিদুল। কিন্তু ময়নাল তা দিতে অস্বীকৃতি জানান। তাঁকে বাড়ি থেকে বের করে দেন। এ নিয়ে তাঁদের মধ্যে দ্বন্দ্ব দেখা দেয়। ময়নালকে মেরে ফেলার পরিকল্পনা করেন শহিদুল। সেই সূত্রে বুধবার কৌশলে ময়নালকে বাড়ি থেকে বের করে আনেন শহিদুল। একটি ঘরে শ্বাসরোধে হত্যা করে তাঁর লাশ ফেলে দেন কাশিমপুর এলাকায়।

আমজাদ হোসেন আরও বলেন, শহিদুলকে সাভারের আশুলিয়া থেকে আটক করা হয়। এ সময় অকপটেই তিনি হত্যার কথা স্বীকার করেন। এরপর তাঁর দেওয়া তথ্যমতেই আজ ভোরে কাশিমপুর থেকে ময়নালের লাশ উদ্ধার করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।