অদিতি ভট্রাচার্য্য :: উন্নত বিশ্বের আদলে হাসপাতাল নির্মিত হতে যাচ্ছে পশ্চিম বাংলার দক্ষিন দিনাজপুরের বালুর ঘাটে। মুক্তিযুদ্ধের সেতু বন্ধনের স্মৃতিকে স্মরণে রাখতে ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড এই হাসপাতাল নির্মান করতে যাচ্ছে এশিয়া প্যাসিফিক ট্রেড ইন্ড্রাষ্টিয়াল-এপিটিআই। বাংলাদেশ ও ভারতের মধে্যর বন্ধুত্বপুর্ণ সম্পর্ককে আরো দৃঢ় ও অটুট বন্ধন করবার প্রত্যয়ে এই হাসপাতাল নির্মিত হবে। বালুর ঘাটের প্রতিরাম মা কালি মন্দির ট্রাষ্টের সাথে এপিটিআই এরই মধ্যে গত বছর করোনাকালীন সময়ে আনুষ্ঠানিক ভার্চু্যয়াল চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
গত ১৯ সেপ্টেম্বর ২০২২
হাসপাতালের নির্মাণস্থল পরিদশর্ণ করেন এপিটিআই সিইও আরিফ হোসেন , এপিটিআই সিটির এমডি সুশিল ভুষন দেব ও প্রতিরাম মা কালি ট্রাষ্টের রাজু সরকার, ম্যানেজার রঞ্জনা বিশ্বাস । মুলত মন্দিরটি প্রতিরামের পাশের রায়পুরে অবস্থিত।
এলাকার আর্ত সামজিক ব্যবস্থা অতটা উন্নত নয়। এখানে এই মন্দিরটি প্রতিষ্ঠিত হবার ফলে এলাকার মানুষের মধ্যে আর্থিক স্বচ্ছলতা আসতে শুরু করেছে। ।এলাকা পরিদর্শণ করে বালুর ঘাটের টাউনশীপ উন্নয়নে এপিটিআই এগিয়ে আশ্বার ও ঘোষনা দেয়। এ সময় এই মন্দির ট্রাষ্টের ব্যবস্থাপনায় এশিয়া প্যাসিফিক সিটি গড়ে তোলার জন্য আর্থিক সহায়তা ও বিনিয়োগের ঘোষনা দেন এপিটিআই কর্তারা। একই সাথে পুর্বে পাঠানো ফান্ডের ব্যবহার দ্রুত হাসপাতালের জন্য ক্রয়কৃত জমিতে অবকাঠামো নির্মাণের প্রথমিক কাজ সম্পন্ন করার তাগিদ দেয়া হয়। আগামী ডিসম্বেরের মধ্যে স্থাপনা নির্মাণ শুরুর জন্য তাগিদ দেন এপিটিআই কর্তারা। এদিকে বাংলাদেশের হাসপাতাল ও এপিটিআই উন্নয়ন খাতের কিছু বরাদ্দ এখান থেকে পাঠান্রে বিষয়টিও আলোচনায় উঠে আসে। ৭ কোটি রুপি এপিটিআই বাংলাদেশের হাসপাতালের জন্য দ্রুত ট্রান্সফারের জন্য রাজু সরকারকে তাগিদ দেয়া হয়। যা তিনি ইতিপুর্বে গত ৮ মার্চ পরিশোধ করার জন্য প্রতিশ্রুতি দিয়েছিলেন । কিন্ত পরিশোধ করেন নি কেন ? আলোচনার মধ্যে জানতে চাওয়া হয়। সর্বশেষ ৮ সেপ্টেম্বর বাং লাদেশের এপিটিআই এডি ওয়াসিকুর রহমান রাজিবকে মোবাইলে কনফার্ম করেন তিনি এই দিন বৃহস্প্রতিবার টাকা বাংলাদেশে পৌঁছে দেবেন। এই ট্রান্সফার বাবদ একই দিন গত ৮ সেপ্টেম্বর ১৬ লাখ রুপি নগদ রাজু সরকারকে পরিশোধ করা হলেও তিনি এখনও কেন পরিশোধ করেননি সে বিষয়েও জানতে চাওয়া হয়। হর্নবিল হোটেলে রাজু সরকার বলেন, দ্রুত একটি ডিড করে তিনি টাকাটা পরিশোধ করে দেবেন। আগামী তিনি কথা বলবেন। তারপর তিনি আর ফোন ধরেননি। এসময় প্রসঙ্গ ক্রমে রাজু সরকার জানান, তিনি ২ মাডার করেছেন উকিল কোট বাবদ ২৫ লাখ টাকা দিয়ে মামলা ডিসমিস করেছেন। ফলে তারকাছে উকিল মামলা এসব কোন বিষয় নয় ডিড হলে কি আর না হলে কি তিনি মন্দির ট্রাষ্ট চালান। ২১ শে সেপ্টেম্বর
বুধবার তিনি মারুফ নামের এক ব্যক্তির সাথে এপিটিআই সিইওকে ফোনে কথা বলিয়ে দেন। মিস্টার সৈয়দ মারুফ টেলিফোনে জানান, তিনি টাকা পরিশোধ করবেন বৃহস্প্রতিবার কোলকাতার যমুনা সিনেমা হলের পাশে তার অফিসে।
এই আশ্বাসে এপিটিআই কর্তা বুধবার বালুর ঘাট ত্যাগ করেন। কিন্তু তারপরও টাকা পরিশোধ করেননি তারা। এবিষয়ে আবার রাজুর স্মরনাপন্ন হলে তিনি তার ম্যানেজার রঞ্জনার মাধ্যমে ফোনে বলেন , তিনি কোলকাতাতে আসছেন শনিবার। এসে টাকা পরিশোধ করবেন।
কিন্তু শনিবারও তিনি কোলকাতা আসেননি। ফোনও পিক করছেন না।
হাসপাতাল প্রতিষ্ঠার প্রাথমিক পর্যায়েই মাত্র সামান্য লেন দেন এ এত অসংগতিতে চললে ভবিষ্যত কাজ এই রাজু সরকারের সাথে এগিয়ে নেয়া যাবে কিনা এ বিষয়ে সংশয় প্রকাশ করেন এপিটিআই কর্তারা।
তবে দ্রুত হাসপাতাল নির্মাণের বিষয়ে দৃঢ় সংকল্প প্রকাশ করেন তারা।