জননেত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্ব ও রাজনৈতিক অঙ্গনে পরিচ্ছন্ন নির্দেশনায় কাজ করছেন শেখ বজলুর রহমান ও জন নেতা হাজী এস এম মান্নান কচি। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ইউনিট, ওয়াড ও থানা আওয়ামীলীগের সম্মেলনে যোগ্য নেতা নির্বাচনে ভোটের মাঠে আগামী দিনের চেলেঞ্জ মোকাবেলার কথা উঠে আসে। সেই ক্ষেত্রে রামপুরা থানা আওয়ামীলীগের সভাপতি পদে আলোচনায় আছেন ৯৮ ওয়ার্ড আওয়ামী লীগের সফল সভাপতি ইউনুস আলী। তৃনমূলে সময়ের সাহসী আওয়ামী সৈনিক ইউনুস আলী ছাত্রলীগ নেতা হিসেবে রাজনৈতিক অঙ্গনে সাধারণ মানুষের অধিকার আদায়ে রাজপথে লড়াকু সৈনিক। তিনি জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে অবিচল আস্থা রেখে ৭৫ পরবর্তীতে আওয়ামী লীগের দূর্সময়ে সক্রিয় রাজনৈতিক কর্মকান্ডে সাহসীকতার প্রমান দিয়েছেন। তার বর্নাঠ্য রাজনৈতিক জীবন অনেক ত্যাগ- তিতিক্ষার। তিনি বর্তমানে সভাপতি ৯৮ নং ওয়ার্ড আওয়ামী লীগ (উত্তর)রামপুরা থানা ।
সাবেক সিঃ সহ-সভাপতিঃ- ৯৮ নং ওয়ার্ড আওয়ামী লীগ, সাবেক সিঃ সহ-সভাপতিঃ- কুয়েত প্রবাসী আওয়ামী লীগ । সাবেক সিঃ সহ-সভাপতিঃ- খিলগাঁও ইউনিয়ন যুবলীগ। জি,এসঃ- হাবিবুল্লাহ বাহার কলেজ, ঢাকা । সভাপতিঃ- ছাত্রলীগ হাবিবুউল্লাহ বাহার কলেজ শাখা (ফজলু-চুন্নু) ৮০ দশক ।
সভাপতিঃ- রামপুরা ওয়ার্ড ছাত্রলীগ খিলগাঁও ইউনিয়ন (কাদের চুন্নু)।তিনি বলেন,আমি
সেই সময়ের সাহসী সহযোদ্ধাদের গভীর শ্রদ্ধায় ও ভালবাসায় স্বরণ করছি—মামুন ভাই, শ্রদ্ধেয় মনির ভাই, বীর মুক্তি যুদ্ধো মিছির আলী, সহিদুল্লাহ (মামু)জিনু ভাই, কামাল, মিন্টু, ইকবাল, নাছিম, জামান, নান্নু,ইমাম উদ্দিন, সুনু, পিন্টু, কাঞ্চন, রোকন, কাউসার, জাকির, সাইফুল, ফরহাদ দুলাল, আইয়ুব, ইকবাল (কাটকু) জামান ভাই, কাদের ভাই,হুমায়ুন ভাই,ডালিম,ফরিদ,মোতাহার, বরকত, আলামিন, সালাম,রিদয়,পিও,নুরু ইসলাম, সোহরাব,অটু,রোকন(কলেজ),টিলু,বিলু,মুন্না,রকেট, মশিউর,শফিক,আসলাম, রহিম,আয়নাল, তপন (আনন্দ নগর , USA ) মোরশেদ, কাঠাল বাগান এ-র হান্না ভাই, লিয়াকত ভাই, রুমী ভাই,নান্ন ভাই,ইন্না,মোশেন,শিশু,জশীম,আরও সহযোদ্ধা নেতৃবৃন্দ ভাই-বোনদের