পরিবেশ দূষণের দায়ে বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমানা – দৈনিক মুক্ত বাংলা
ঢাকামঙ্গলবার , ২৭ সেপ্টেম্বর ২০২২
  1. অপরাধ
  2. অর্থনীতি-ব্যবসা
  3. আইন ও আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. ইসলাম ও ধর্ম
  7. কোভিট-১৯
  8. ক্যারিয়ার
  9. খেলা
  10. জেলার খবর
  11. তথ্যপ্রযুক্তি
  12. বিনোদন
  13. মি‌ডিয়া
  14. মু‌ক্তিযুদ্ধ
  15. যোগা‌যোগ

পরিবেশ দূষণের দায়ে বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমানা

মোঃজসিম উদ্দিন
সেপ্টেম্বর ২৭, ২০২২ ১১:১৬ অপরাহ্ণ
Link Copied!

 

 

গাজীপুরে বায়ু দূষণের দায়ে বিভিন্ন প্রতিষ্ঠানকে জড়িমানা করেছে পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোট।

এই সময়, পূর্ব ডগরী, ভাওয়াল মির্জাপুর, গাজীপুর সদর, গাজীপুরে অবস্থিত টাইগার চায়না এনার্জি পাওয়ার লি. নামক ইটিপি, এটিপি বিহীন একটি অবৈধ ব্যাটারি তৈরির কারখানাকে ২ লক্ষ টাকা জরিমানা ধার্যকরে আদায় করা হয়েছে সেই সাথে  কারখানাটির কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হয়েছে।

গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলায় শব্দ দূষণের উপর পরিচালিত মোবাইল কোর্টে ২ টি যানবাহনকে ৫০০.০০ (পাঁচশত) টাকা করে মোট ১,০০০.০০ (এক হাজার) টাকা জরিমানা করা হয়েছে।

কাঠ পুড়িয়ে কয়লা বানায় এমন একটি দূষণকারী অবৈধ কারখানা ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়েছে এবং প্রিটি অটো ব্রিকস নামক ইট প্রস্তুত কারখানা দ্বারা শীতলক্ষা নদী ভরাট ও স্থানীয় টিলা কেটে ইট প্রস্তুতের মাটি সংগ্রহ করার অভিযোগের পুনঃতদন্ত করা হয়েছে।

২৭ সেপ্টেম্বর মঙ্গলবার দিনব্যাপী পরিবেশ  অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এ জরিমানা করেন। এতে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের পরিচালক নির্বাহী ম্যাজিস্ট্রেট হাকিম, কাজী তামজীদ আহমেদের নেতৃত্বে জেলা প্রশাসন, গাজীপুর, জেলা পুলিশ, গাজীপুর ও গাজীপুর জেলার সমন্বয়ে গাজীপুর জেলার বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।