একজন সৈয়দ মুজতবা আলী – দৈনিক মুক্ত বাংলা
ঢাকাসোমবার , ১২ ফেব্রুয়ারি ২০২৪
  1. অপরাধ
  2. অর্থনীতি-ব্যবসা
  3. আইন ও আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. ইসলাম ও ধর্ম
  7. কোভিট-১৯
  8. ক্যারিয়ার
  9. খেলা
  10. জেলার খবর
  11. তথ্যপ্রযুক্তি
  12. বিনোদন
  13. মি‌ডিয়া
  14. মু‌ক্তিযুদ্ধ
  15. যোগা‌যোগ

একজন সৈয়দ মুজতবা আলী

বার্তা কক্ষ
ফেব্রুয়ারি ১২, ২০২৪ ১০:০৮ পূর্বাহ্ণ
Link Copied!

সোশ‌্যাল মি‌ডিয়া প্রতি‌বেদক ::

“এই যে ছেলে ছোকরা’রা মদ্যপান নিয়ে দাপাদাপি করে, ওরা তো মদ খেতেই পারে না। বাংলায় গত শতাব্দীতে মদ খেত মাইকেল, তারপর গিরিশ ঘোষ, তারপর শিশির ভাদুড়ি আর এখন খাচ্ছে তোমার এই সৈয়দ মুজতবা আলী।”
– সৈয়দ মুজতবা আলী

সৈয়দ মুজতবা আলী তখন বেশ বিখ্যাত লেখক, প্রতিদিনই তাঁর দর্শন লাভ করতে ভক্তরা বাসায় এসে হাজির হয়। একদিন এক ভক্ত মুজতবা আলীর কাছে জানতে চাইলেন, তিনি কোন বই কী অবস্থায় লিখেছেন। মুজতবা আলী যতই এড়িয়ে যেতে চান, ততই তিনি নাছোড়বান্দা।
শেষে মুজতবা আলী সরাসরি উত্তর না দিয়ে বললেন, ‘দেখো, সুইস মনস্তত্ত্ববিদ কার্ল গুসতাফ জাং একদা তাঁর ডায়েরিতে লিখে রেখেছিলেন, কিছু লোক আমাকে জিজ্ঞেস করে, আমি কীভাবে লিখি।

এ ব্যাপারে আমাকে একটা কথা বলতেই হয়, কেউ চাইলে তাকে আমরা আমাদের সন্তানগুলো দেখাতে পারি, কিন্তু সন্তানগুলো উৎপাদনের পদ্ধতি দেখাতে পারি না।’

তাঁর লেখা পড়ে হাসেননি এমন পাঠক আদৌ আছে কি-না সন্দেহ; ঘরকুনো-নিভৃতচারী বইপ্রেমী কিংবা বোদ্ধা পাঠককেও আপনমনে দুদণ্ড প্রাণ খুলে হাসতে বাধ্য করতো সৈয়দ মুজতবা আলীর রম্যরচনাগুলো।

যশস্বী ও কিংবদন্তি সৈয়দ মুজতবা আলীর সৃষ্ট সাহিত্য সংখ্যায় সীমিত হলেও অপার সৃজনশীলতা, জ্ঞান ও পাণ্ডিত্যের বিশালতায় বাংলা সাহিত্য ভুবনে তার তুলনা শুধু তিনিই।

প্রয়াণদিবসে কিংবদন্তি সাহিত্যিক সৈয়দ মুজতবা আলী-কে অবিরাম শ্রদ্ধা | ভালো থাকবেন পরপারে……

অবশ্যই পড়ুন সৈয়দ মুজতবা আলির লেখা বই দেশে বিদেশে । এই বই সংগ্রহে রাখার মত বই ।
আমাজন লিংক : https://amzn.to/3PHhUHO

অবশ্যই পড়ুন সৈয়দ মুজতবা আলির লেখা বই পঞ্চতন্ত্র । এই বই সংগ্রহে রাখার মত বই ।
আমাজন লিংক : https://amzn.to/3STa2ob

অবশ্যই পড়ুন সৈয়দ মুজতবা আলির লেখা বই শ্রেষ্ঠ রম্যরচনা । এই বই সংগ্রহে রাখার মত বই ।
আমাজন লিংক : https://amzn.to/3SRYi5A

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।