এবার কানাডার রাষ্ট্রদুত নাচ‌বেন – দৈনিক মুক্ত বাংলা
ঢাকাসোমবার , ৫ ডিসেম্বর ২০২২
  1. অপরাধ
  2. অর্থনীতি-ব্যবসা
  3. আইন ও আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. ইসলাম ও ধর্ম
  7. কোভিট-১৯
  8. ক্যারিয়ার
  9. খেলা
  10. জেলার খবর
  11. তথ্যপ্রযুক্তি
  12. বিনোদন
  13. মি‌ডিয়া
  14. মু‌ক্তিযুদ্ধ
  15. যোগা‌যোগ
 
আজকের সর্বশেষ সবখবর

এবার কানাডার রাষ্ট্রদুত নাচ‌বেন

সম্পাদক
ডিসেম্বর ৫, ২০২২ ৭:৪৯ অপরাহ্ণ
Link Copied!

 

নি‌মকি হো‌সেন ::
নির্দেশক বলেন, ‘দূর্গা পূজার সময় যে আরতিটা হয়, আমাদের পরিবেশনাটি হুবহু সেরকম না। এই নৃত্য ঢংটির মাধ্যমে আমরা মূলত দেশের আরতি করব।’

আন্তর্জাতিক পর্যায়ে দেশের নৃত্যশিল্পকে নিয়ে যাচ্ছেন যে কজন তরুণ নৃত্যশিল্পী পূজা সেনগুপ্ত তাদের মধ্যে অন্যতম। তিনি নিজে নৃত্যশিল্পী এবং তুরঙ্গমী রেপার্টরি ডান্স থিয়েটারের সৃজনশীল পরিচালক; তুরঙ্গমী স্কুল অফ ডান্স এর প্রধান নির্দেশক।

নৃত্যের এ তরুণ শিক্ষকের শিক্ষার্থী বাংলাদেশে নিযুক্ত কানাডার রাষ্ট্রদূত ড. লিলি নিকোলস। ৫ মাস ধরে সপ্তাহে এক দিন করে নাচের তালিম নিচ্ছেন তিনি।

এবার ড. লিলি নিকোলস পরিবেশনা করতে যাচ্ছেন মঞ্চে। কানাডা দূতাবাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে তুরঙ্গমী প্রযোজিত ‘নন্দিনী’ শিরোনামের একটি পরিবেশনা, সেখানে আরও অনেক শিল্পীর সঙ্গে নৃত্য পরিবেশন করবেন তিনিও।

নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন ‘নন্দিনী’ প্রযোজনাটির নির্দেশক পূজা সেনগুপ্ত। তিনি বলেন, ‘ড. লিলি নিকোলস আমার ছাত্রী। সপ্তাহে একদিন করে তিনি আমার ক্লাস করেন। বাংলাদেশের নৃত্য আর সংস্কৃতির প্রতি লিলির আগ্রহ ও শ্রদ্ধা আমাকে মুগ্ধ করে।’

পূজা জানান, রবীন্দ্রনাথের ‘বাংলাদেশের হৃদয় হতে’ গানটির সঙ্গে একটি পরিবেশনা হবে। সেখানে নৃত্যটি হবে আরতি ঢংয়ে।

নির্দেশক বলেন, ‘দূর্গা পূজার সময় যে আরতিটা হয়, আমাদের পরিবেশনাটি হুবহু সেরকম না। এই নৃত্য ঢংটির মাধ্যমে আমরা মূলত দেশের আরতি করব।’

পরিবেশনাটি হবে ৮ ডিসেম্বর সন্ধ্যা ৭টায়, কানাডা দূতাবাসে আমন্ত্রিত অতিথিদের জন্য। পূজা বলেন, ‘শিল্পকলা একাডেমি যদি আমাদের সহযোগিতা করে, তাহলে আমরা পরিবেশনাটি নাট্যশালায় করতে চাই। এতে করে অন্য দর্শকরাও পরিবেশনাটি উপভোগ করতে পারবে।’

দেশের আরও অনেক নৃত্যশিল্পীর সঙ্গে পরিবেশনাটিতে থাকবেন কানাডিয়ান মডেল ও অভিনেত্রী রিটা হোকায়েম। তিনিও পূজার শিক্ষার্থী। পূজা জানান, মহড়া শেষের দিকে।

এর আগে ‘নন্দিনী’ দেশের পাশাপাশি ইন্দোনেশিয়া, ফিলিপিনস ও দক্ষিণ কোরিয়াতেও পরিবেশিত হয়েছে। দেশের বাইরের নৃত্যশিল্পীরাও অংশ নিয়েছেন এ প্রযোজনায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।