নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবিতে আন্দোলনে থাকা বিএনপি আর সংসদে না যাওয়ার ঘোষণা দিয়েছে। পদত্যাগের ঘোষণা দিয়েছেন দলের সাত সংসদ সদস্য। এই পদত্যাগপত্র রোববার সংসদের স্পিকারের কাছে জমা দেয়া হবে।
দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও স্থায়ী কমিটির সিদ্ধান্তে এই পথে যাচ্ছেন দলটির সংসদ সদস্যরা। বগুড়া-৬ সংসদ সদস্য গোলাম সিরাজ শনিবার রাজধানীর গোলাপবাগ মাঠে বিএনপির বিভাগীয় সমাবেশে এ ঘোষণা দেন।
বিএনপির এই সিদ্ধান্ত ২৮ বছর আগের স্মৃতি ফিরিয়ে আনবে। সে সময় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলনে থাকা আওয়ামী লীগ এবং যুগপৎ আন্দোলনে থাকা অন্য দলগুলোর সংসদ সদস্যরাও পদত্যাগ করেছিলেন। ১৯৯৪ সালের ডিসেম্বরে একযোগে আওয়ামী লীগের পাশাপাশি সংসদ সদস্য পদ ছাড়েন জাতীয় পার্টি এমনকি আন্দোলনে থাকা জামায়াতে ইসলামীর এমপিরাও।
গোলাপবাগের সমাবেশে বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা বলেন, ‘এই সংসদে থাকা, না থাকার মধ্যে কোনো পার্থক্য নেই। আমরা ইতিমধ্যে আমাদের পদত্যাগপত্র ই মেইলে পাঠিয়ে দিয়েছে। আজকে শনিবার ছুটির দিন। আগামীকাল সংসদ সদস্যরা স্পিকারের কাছে এই পদত্যাগপত্র পৌঁছে দেবেন।’
তিনি জানান, দলটির সাত জন সংসদ সদস্যের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সংসদ সদস্য হারুন অর রশীদ দেশের বাইরে আছেন। তবে তিনিও পদত্যাগপত্রে সই করে গেছেন।