লিফাতা সাহিদী ::
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান গতকাল রোববার প্রথমবারের মতো বলেছেন, প্রতিবেশী সুইডেনকে বাদ দিলে ফিনল্যান্ডকে ন্যাটোতে মেনে নিতে পারে তাঁর দেশ। খবর এএফপির।
তরুণ ভোটারদের সঙ্গে টিভিতে এক আলোচনায় এরদোয়ান এমন মন্তব্য করেন। দুই দেশের সঙ্গে ন্যাটোতে যোগদানের আলোচনা কয়েক দিন আগে প্রত্যাখ্যান করেছে আঙ্কারা।
লিথুনিয়ার রাজধানী ভিলনিয়াসে আগামী জুলাইতে অনুষ্ঠেয় সম্মেলনে ৩২ দেশে সম্প্রসারণের প্রত্যাশা করেছিল ন্যাটো। তবে তুরস্ক ফিনল্যান্ড ও সুইডেনকে নিতে রাজি না হওয়ায় ন্যাটোর সেই সিদ্ধান্ত হুমকির মুখে পড়ে।
ফিনল্যান্ড ও সুইডেন কয়েক দশকের সামরিক নিরপেক্ষতা প্রত্যাহার করে মার্কিন নেতৃত্বাধীন প্রতিরক্ষা জোটে যোগ দিতে আবেদন করেছে। ইউক্রেনে রাশিয়ার হামলার প্রতিক্রিয়ায় দেশ দুটি এমন পদক্ষেপ নিয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।