বিনোদন প্রতিবেদক ::
Box Office India এর ডেটা অনুসারে ১৯৯৮ থেকে ২০২৩ অব্দি হিন্দী ভার্শনে ভারতের বাহিরে তথা ওভারসীসে অল টাইম রেকর্ড উইকেন্ড কালেকশন তোলা সিনেমার তালিকা –
[ নতুন এন্ট্রি পাঠান]
১। দিল ছে (১৯৯৮) — শাহরুখ খান
২। কুছ কুছ হোতা হ্যায় (১৯৯৮) — শাহরুখ খান
৩। তাল (১৯৯৯) — অনীল কাপুর
৪। হাম সাথ সাথ হ্যায় (১৯৯৯) — সালমান খান, সাইফ আলি খান
৫। মোহাব্বাতে (২০০০) — শাহরুখ খান
৬। কাভি খুশি কাভি ঘাম (২০০১) — শাহরুখ খান, হৃত্বিক রোশান
৭। ফানা (২০০৬) — আমির খান
৮। কাভি আলবিদা না কেহনা (২০০৬) — শাহরুখ খান
৯। ওম শান্তি ওম (২০০৭) — শাহরুখ খান
১০। মাই নেইম ইজ খান (২০১০) — শাহরুখ খান
১১। চেন্নাই এক্সপ্রেস (২০১৩) — শাহরুখ খান
১২। ধুম ৩ (২০১৩) — আমির খান
১৩। পদ্মাবত (২০১৮) — রণভীর সিং
১৪। পাঠান (২০২৩) — শাহরুখ খান **
এজন্যেই Box Office India বলে শাহরুখ খান বলিউড ও হিন্দী সিনেমার ওভারসীস মার্কেটের নাম্বার ওয়ান থেকে নাম্বার টেন পুরোটাই। বাকিরা তার ধারেকাছেও নেই।
১৯৯৮ থেকে হওয়া ১৪ টি রেকর্ড এর ৯ টিই তার। তাকে ছাড়া রেকর্ড দিতে পেরেছে পুরো বলিউডের স্টাররা মিলে ৫ টি।
শাহরুখের একার পুরো সাউথের চার ইন্ডাস্ট্রির সমান $10 Million গ্রোসার আছে। তার মহাফ্লপ ও বাজে সিনেমাও মিনিমাম ওভারসীসে $10 Million তোলে যা আজো ইন্ডিয়ান অনেক স্টারের জন্য ড্রীম ফিগার।।
ওভারসীসে ওপেনিং ডে রেকর্ড তার কত তার হিসাব কেউ জানেনা। মিনিমাম ১০+ তো হবেই। আর সিংগেল ডে রেকর্ড এর হিসাব সাইডেই রাখি পাঠান ৩ দিনের ৩ টাই সিংগেল ডে রেকর্ড। এভাবে হিসাব করলে ১৫/২০+ তো এসেই যাবে আনুমানিক।
ওয়ান ম্যান রেকর্ড বুক!!