২৬ বছ‌রে ব‌লিউ‌ডের ১৪ টি রেক‌র্ডের ৯ টিই কিং খা‌নের দখ‌লে – দৈনিক মুক্ত বাংলা
ঢাকাবুধবার , ১ ফেব্রুয়ারি ২০২৩
  1. অপরাধ
  2. অর্থনীতি-ব্যবসা
  3. আইন ও আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. ইসলাম ও ধর্ম
  7. কোভিট-১৯
  8. ক্যারিয়ার
  9. খেলা
  10. জেলার খবর
  11. তথ্যপ্রযুক্তি
  12. বিনোদন
  13. মি‌ডিয়া
  14. মু‌ক্তিযুদ্ধ
  15. যোগা‌যোগ
 
আজকের সর্বশেষ সবখবর

২৬ বছ‌রে ব‌লিউ‌ডের ১৪ টি রেক‌র্ডের ৯ টিই কিং খা‌নের দখ‌লে

সম্পাদক
ফেব্রুয়ারি ১, ২০২৩ ৪:০০ অপরাহ্ণ
Link Copied!

বি‌নোদন প্রতি‌বেদক ::

Box Office India এর ডেটা অনুসারে ১৯৯৮ থেকে ২০২৩ অব্দি হিন্দী ভার্শনে ভারতের বাহিরে তথা ওভারসীসে অল টাইম রেকর্ড উইকেন্ড কালেকশন তোলা সিনেমার তালিকা –

[ নতুন এন্ট্রি পাঠান]

১। দিল ছে (১৯৯৮) — শাহরুখ খান
২। কুছ কুছ হোতা হ্যায় (১৯৯৮) — শাহরুখ খান
৩। তাল (১৯৯৯) — অনীল কাপুর
৪। হাম সাথ সাথ হ্যায় (১৯৯৯) — সালমান খান, সাইফ আলি খান
৫। মোহাব্বাতে (২০০০) — শাহরুখ খান
৬। কাভি খুশি কাভি ঘাম (২০০১) — শাহরুখ খান, হৃত্বিক রোশান
৭। ফানা (২০০৬) — আমির খান
৮। কাভি আলবিদা না কেহনা (২০০৬) — শাহরুখ খান
৯। ওম শান্তি ওম (২০০৭) — শাহরুখ খান
১০। মাই নেইম ইজ খান (২০১০) — শাহরুখ খান
১১। চেন্নাই এক্সপ্রেস (২০১৩) — শাহরুখ খান
১২। ধুম ৩ (২০১৩) — আমির খান
১৩। পদ্মাবত (২০১৮) — রণভীর সিং
১৪। পাঠান (২০২৩) — শাহরুখ খান **

এজন্যেই Box Office India বলে শাহরুখ খান বলিউড ও হিন্দী সিনেমার ওভারসীস মার্কেটের নাম্বার ওয়ান থেকে নাম্বার টেন পুরোটাই। বাকিরা তার ধারেকাছেও নেই।

১৯৯৮ থেকে হওয়া ১৪ টি রেকর্ড এর ৯ টিই তার। তাকে ছাড়া রেকর্ড দিতে পেরেছে পুরো বলিউডের স্টাররা মিলে ৫ টি।

শাহরুখের একার পুরো সাউথের চার ইন্ডাস্ট্রির সমান $10 Million গ্রোসার আছে। তার মহাফ্লপ ও বাজে সিনেমাও মিনিমাম ওভারসীসে $10 Million তোলে যা আজো ইন্ডিয়ান অনেক স্টারের জন্য ড্রীম ফিগার।।

ওভারসীসে ওপেনিং ডে রেকর্ড তার কত তার হিসাব কেউ জানেনা। মিনিমাম ১০+ তো হবেই। আর সিংগেল ডে রেকর্ড এর হিসাব সাইডেই রাখি পাঠান ৩ দিনের ৩ টাই সিংগেল ডে রেকর্ড। এভাবে হিসাব করলে ১৫/২০+ তো এসেই যাবে আনুমানিক।

ওয়ান ম্যান রেকর্ড বুক!!

 

 

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।