যার টাকা আছে তাকে বিয়ে করবো : রাইমা সেন – দৈনিক মুক্ত বাংলা
ঢাকাবুধবার , ১ ফেব্রুয়ারি ২০২৩
  1. অপরাধ
  2. অর্থনীতি-ব্যবসা
  3. আইন ও আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. ইসলাম ও ধর্ম
  7. কোভিট-১৯
  8. ক্যারিয়ার
  9. খেলা
  10. জেলার খবর
  11. তথ্যপ্রযুক্তি
  12. বিনোদন
  13. মি‌ডিয়া
  14. মু‌ক্তিযুদ্ধ
  15. যোগা‌যোগ
 
আজকের সর্বশেষ সবখবর

যার টাকা আছে তাকে বিয়ে করবো : রাইমা সেন

সম্পাদক
ফেব্রুয়ারি ১, ২০২৩ ৮:৪৭ অপরাহ্ণ
Link Copied!

বি‌নোদন প্রতি‌বেদক ::

 

কলকাতার জনপ্রিয় আভিনেত্রী রাইমা সেনের বয়স চল্লিশ পেরিয়েছে। কিন্তু এখনো তিনি বিয়ে করেননি।
নতুন সিরিজ সম্পর্কে কথা বলতে যেয়ে বিয়ের প্রসঙ্গটাও সামনে আসে রাইমার। প্রশ্ন আসে কবে বিয়ে করছেন রাইমা?
খোলামেলা উত্তররে তিনি বললেন,  ‘আমি তো চাই বিয়ে করতে। পাত্র খুঁজে দিলেই বিয়ে করব।’
সুচিত্রা সেনের নাতনি রাইমা। অন্যদিকে আবার রাজ পরিবারের মেয়ে। তাই পাত্রকে তো তেমন যোগ্য হতেই হবে।
তা কেমন পাত্র চান রাইমা? অভিনেত্রীর স্পষ্ট উত্তর, ‘ভাল মানুষ চাই। আমার এমন এক জন মানুষ চাই যে আমার জীবনধারার সঙ্গে মিশে যেতে পারবে, সঙ্গে একটু রসবোধ থাকবে। আর ব্যাংকে টাকা থাকা তো জরুরি। ওটা না থাকলে তো চলবে না। যদিও আমি যে আংটিটা পরে থাকি তা দেখে অনেকেই ভাবেন আমি হয়তো এনগেজড, কিন্তু আমি সিঙ্গেল সবাইকে বলতে চাই।’
ব্যক্তিগত জীবনে একজন ভাল বন্ধু চান বলেও জানালেন এই অভিনেত্রী।
রাইমা সেন বর্তমানে হিন্দি এবং বাংলা দুই ইন্ডাস্ট্রিতেই  কাজ করছেন। তবে কাজ করছেন কম। এই কম কাজ করার কারণ জানিয়ে তিনি বলেন, ‘আমি একটু বেছে কাজ করি তাই আমায় অনেকে আনপ্রেডিক্টেবল ভাবে। কিন্তু আমি ভাল কাজ করার পক্ষপাতী।
তাই তো অনেক দিন পর রক্তকরবী-তে কাজ করলাম। কি দারুণ চিত্রনাট্য। বিক্রমও বেশ ভাল। একটু বন্ধুত্ব গড়ে উঠেছে।’
উল্লেখ্য, রাইমা সেন অভিনেত্রী মুনমুন সেনের কন্যা এবং বিখ্যাত অভিনেত্রী সুচিত্রা সেনের নাতনি। তার বোন রিয়া সেনও বলিউডের চলচ্চিত্র শিল্পে জড়িত আছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।