সংবাদ সম্মেলনে ডিবি প্রধান রাজধানীতে দিনে ৩০০ মোবাইল ছিনতাই – দৈনিক মুক্ত বাংলা
ঢাকাশনিবার , ৪ ফেব্রুয়ারি ২০২৩
  1. অপরাধ
  2. অর্থনীতি-ব্যবসা
  3. আইন ও আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. ইসলাম ও ধর্ম
  7. কোভিট-১৯
  8. ক্যারিয়ার
  9. খেলা
  10. জেলার খবর
  11. তথ্যপ্রযুক্তি
  12. বিনোদন
  13. মি‌ডিয়া
  14. মু‌ক্তিযুদ্ধ
  15. যোগা‌যোগ

সংবাদ সম্মেলনে ডিবি প্রধান রাজধানীতে দিনে ৩০০ মোবাইল ছিনতাই

সম্পাদক
ফেব্রুয়ারি ৪, ২০২৩ ৫:১২ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক :::

রাজধানী ও এর আশপাশের এলাকায় প্রতিদিন গড়ে ৩০০ মোবাইল ফোন ছিনতাই হয়। এ তথ্য জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের প্রধান মোহাম্মদ হারুন অর রশিদ।

গতকাল শুক্রবার (৩ ফেব্রুয়ারি) ছিনতাইকারী গ্রুপের ১৬ সদস্যকে গ্রেফতার করে ডিবি। আজ শনিবার মিন্টো রোডের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ  বিষয়ে বিস্তারিত তুলে ধরা হয়।

গ্রেফতারদের দেয়া তথ্যের বরাতে হারুন অর রশিদ বলেন, প্রতিদিন ওই চক্রের ১০০ সদস্য শহরের রাস্তায় ঘোরাফেরা করে এবং মহাজন (গ্যাং লিডার) তাদের প্রত্যেককে প্রতিদিন কমপক্ষে তিনটি মোবাইল ফোন ছিনতাইয়ের লক্ষ্য নির্ধারণ করে দেন। সেই হিসেবে শহরে প্রতিদিন গড়ে ৩০০ মোবাইল ছিনতাইয়ের ঘটনা ঘটে। বাস বা গাড়ির জানালার পাশে বসে যখন কেউ ফোনে কথা বলে বা নেট ব্রাউজ করে তখনই ছিনতাইকারীরা ফোনগুলো চুরি করে। পরে মহাজনরা তাদের কাছ থেকে কম দামে কিনে নেয়।

দামি সেলফোনের যন্ত্রাংশ আলাদাভাবে বিক্রি হওয়ার তথ্যও জানান ডিবি প্রধান। তিনি বলেন, অপেক্ষাকৃত কমদামী সেলফোন সরাসরি বিক্রি করা হয়। কিন্তু দামি ফোন খুলে শুধু যন্ত্রাংশ বিক্রি করা হয়। তবে কিছু কিছু ক্ষেত্রে গ্যাং লিডাররা ফোনের ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টিটি (আইএমইআই) নম্বর পরিবর্তনের পর বিক্রি করে।

হটস্পটগুলো খুঁজে বের করার সুবিধার্থে নগরবাসীকে ছিনতাইয়ের ঘটনার পর সাধারণ ডায়েরি করার অনুরোধ জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।