শাহরুখ খা‌নের অবদা‌নের কথা বল‌তে গি‌য়ে কাঁদ‌লেন দিপীকা পান্ডু‌কোন – দৈনিক মুক্ত বাংলা
ঢাকাশনিবার , ৪ ফেব্রুয়ারি ২০২৩
  1. অপরাধ
  2. অর্থনীতি-ব্যবসা
  3. আইন ও আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. ইসলাম ও ধর্ম
  7. কোভিট-১৯
  8. ক্যারিয়ার
  9. খেলা
  10. জেলার খবর
  11. তথ্যপ্রযুক্তি
  12. বিনোদন
  13. মি‌ডিয়া
  14. মু‌ক্তিযুদ্ধ
  15. যোগা‌যোগ

শাহরুখ খা‌নের অবদা‌নের কথা বল‌তে গি‌য়ে কাঁদ‌লেন দিপীকা পান্ডু‌কোন

সম্পাদক
ফেব্রুয়ারি ৪, ২০২৩ ১১:৫২ অপরাহ্ণ
Link Copied!

দিয়া বিশ্বাস ::

‘পাঠান’ সাফল্যে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে আবেগপ্রবণ দীপিকা পাড়ুকোন

তাঁর ফিল্মি কেরিয়ারের শুরুয়াৎ শাহরুখ খানের হাত ধরেই। সেই ‘ওম শান্তি ওম’ সিনেমা থেকে শুরু। তারপর ‘চেন্নাই এক্সপ্রেস’, ‘হ্যাপি নিউ ইয়ার’.. একের পর এক ব্লকব্লাস্টার। সেই শান্তিপ্রিয়া এখন বলিউডের ‘মাস্তানি’। বিটাউনের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত নায়িকা। কেরিয়ারের গোড়ার দিক থেকেই বিগ বাজেট সিনেমার নায়িকা তিনি। আর দীপিকা পাড়ুকোনের (Deepika Padukone) নামের পাশে ‘সুপারহিট’ তকমা এখন জল-ভাত!

ফ্লপের সংখ্যা অভিনেত্রীর কেরিয়ার গ্রাফে খুব একটা নেই। সদ্য মুক্তিপ্রাপ্ত ‘পাঠান’-ও সেই তালিকায় জুড়ল। একদিনে সবথেকে বেশি আয় করা ছবির তকমা নিয়ে এই সিনেমা দীপিকার ফিল্মি কেরিয়ারে নয়া মাইলস্টোন তৈরি করে ফেলেছে। এবার বলিউডের সেই সুপারহিট নায়িকা-ই মঞ্চে বসে প্রকাশ্যেই হাউ-হাউ করে কেঁদে ফেললেন শাহরুখ খানের কথা বলতে গিয়ে।

‘পাঠান’-এর গগনচুম্বী সাফল্যে পর সোমবার প্রথম সাংবাদিকদের মুখোমুখি হন শাহরুখ-দীপিকা, জন আব্রাহামরা। সেখানেই কিং খান প্রসঙ্গে বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি। দীপিকা বলেন, “একজন শিল্পী হিসেবে যত না বেশি শ্রদ্ধা করি, তার থেকেও মানুষ শাহরুখ খানকে আমি অনেক বেশি শ্রদ্ধা করি। শাহরুখ না থাকলে আজ আমি এখানে পৌঁছতেই পারতাম না। কিংবা ও আমার পাশে না থাকত..।

বাদশার হাত ধরে একাধিক সুপারহিট সিনেমা উপহার দেওয়া নায়িকা এও যোগ করেন যে, “খুব মজার বিষয় হচ্ছে, আমরা দুজন বিভিন্ন সিনেমায় বিভিন্ন ধরণের চরিত্রে অভিনয় করেছি। তবে আমাদের রসায়ণটা কিন্তু এখনও সেই একইরকম রয়ে গিয়েছে। ‘পাঠান’-এর মতো চরিত্রে এর আগে আমরা অভিনয় করিনি। তবে চিত্রনাট্যের বাইরেও আমাদের রসায়নটা বিশেষ। সেটা ‘ওম শান্তি ওম’ হোক কিংবা ‘চেন্নাই এক্সপ্রেস’, ‘হ্যাপি নিউ ইয়ার’.. আমাদের সম্পর্ক এবং একে-অপরের প্রতি বিশ্বাসটা খুব পোক্ত। আর সেটাই পর্দায় দেখতে পান।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।