মহামারীর পর সারা বিশ্ব জুড়ে ডিজিটাল প্লাটফর্মের রমরোমায় কেমন যেন মসরে পড়েছিল প্রেক্ষাগৃহগুলি। এমনও সময় এসেছিল যখন অমিতাভ বচ্চন বা আমির খানের সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি না পেয়ে মুক্তি পেয়েছিল ডিজিটাল প্লাটফর্মে। কিন্তু অবশেষে সেই দিন এলো যখন আরো একবার দলে দলে মানুষ প্রেক্ষাগৃহ মুখী হল শুধুমাত্র শাহরুখ খানকে দেখবেন বলে। অন্যদিকে শাহরুখ আরো একবার প্রমাণ করে দিলেন বলিউডের রাজা তো তিনিই।
প্রসঙ্গত, স্পাই ইউনিভার্স পরিচালনায় এটি চতুর্থ সিনেমা। এর আগে পরিচালক সিদ্ধার্থ আনন্দ পরিচালনা করেছিলেন এক থা টাইগার, টাইগার জিন্দা হে এবং ওয়ার। প্রত্যেকটি সিনেমা সকলের মনে জায়গা করে নিয়েছিল কিন্তু পাঠান সিনেমাতে শাহরুখ খানের প্রত্যাবর্তন আলাদা করে দর্শকদের মনে চাপ ফেলেছে। যদিও শুধু শাহরুখ খান নয় এই সিনেমায় দীপিকা পাডুকোন এবং জন আব্রাহামের অভিনয় ছিল চোখে পড়ার মতো।