ঐশ্বর্য্য হোসেন জয় ও ঐতিহ্য হোসেন বাংলা ::
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে বুধবার সকালে।
শুরুতে পরীক্ষার ফলের সারসংক্ষেপ প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেয়া হবে। এরপর দুপুরে সংবাদ সম্মেলন করে ফলের বিস্তারিত জানাবেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
ফল জানা যাবে যেভাবে
পরীক্ষার্থী, অভিভাবকসহ ইচ্ছুক লোকজন মোবাইল ফোনে এসএমএস বা খুদেবার্তার মাধ্যমে ফল জানতে পারবেন। এ ক্ষেত্রে শুরুতে HSC লিখে একটা স্পেস দিয়ে শিক্ষা বোর্ডের নামের প্রথম তিন অক্ষর (যেমন: Dha) লিখতে হবে। বোর্ডের নাম লেখার পর স্পেস দিয়ে রোল নম্বর লিখে আরেকটি স্পেস দিয়ে 2022 লিখতে হবে।
সে খুদেবার্তাটি পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। ফিরতি খুদেবার্তায় মিলবে ফল।
এইচএসসির পাশাপাশি সমমানের পরীক্ষার্থীদের ফলও একইভাবে জানা যাবে।
আলিমের ফলপ্রত্যাশীদের ক্ষেত্রে শুরুতে ALIM লিখে একটা স্পেস দিয়ে Mad লিখে আরেকটা স্পেস দিয়ে রোল নম্বর লিখতে হবে। তারপর স্পেস দিয়ে 2022 লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি খুদেবার্তায় মিলবে ফল।
কারিগরি শিক্ষা বোর্ডের ক্ষেত্রে শুরুতে HSC লিখে একটা স্পেস দিয়ে Tec লিখতে হবে। তারপর স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে 2022 লিখতে হবে। এরপর ১৬২২২ নম্বরে খুদেবার্তা পাঠালে ফিরতি খুদেবার্তায় জানা যাবে ফল।
খুদেবার্তার পাশাপাশি নিজ নিজ বোর্ডের ওয়েবসাইটের রেজাল্ট কর্নার থেকেও ফল জানার সুযোগ রয়েছে। ওই কর্নারে প্রতিষ্ঠানের ইআইআইএন দিয়ে ডাউনলোড করা যাবে ফলের শিট।