তিনি জানান, চুক্তিবদ্ধ হয়ে চারদিন শুটিং করার পর তাকে বাদ দিয়ে নেয়া হয় শাবানাকে। যাকে তিনি ‘ফিল্ম পলিটিকস’ বলে উল্লেখ করেন। ফেসবুকে এই সম্পর্কিত পোস্টে যোগ করেন মহরতের ছবি।

অঞ্জনা লেখেন, “বিখ্যাত ‘ছুটিরঘণ্টা’ ছায়াছবির শুভ মহরতে আমি ও নায়ক রাজ রাজ্জাক ভাই, এবং গাজী মাজহারুল আনোয়ার ভাই, আজিজুর রহমান ভাই। শাবানা আপা ফিল্ম পলিটিকস করে চার দিন শুটিং হবার পরে ছবিটি আমার কাছ থেকে ছিনিয়ে নেয়।”

আরো বলেন, “কিন্তু এই চলচ্চিত্রের প্রযোজক সত্য সাহা দাদা আমাকে দেয়া সাইনিং মানি ফেরত নেয়নি এবং ওনার প্রযোজনায় নির্মিত পরবর্তী চলচ্চিত্র ‘গুনাইবিবি’তে সেটা অ্যাডজাস্ট করেন। সত্যি ইতিহাস কেউ কখনো মুছে ফেলতে পারে না।”

‘দস্যু বনহুর’ ছবির মাধ্যমে অঞ্জনার ক্যারিয়ার শুরু হলেও তাকে জনপ্রিয় করে আজিজুর রহমানের ‘অশিক্ষিত’, যিনি কিনা ‘ছুটির ঘণ্টা’র পরিচালক। এ ছাড়া প্রযোজকও একই। এই ছবির ‘ঢাকা শহর আইসা আমার পরাণ জুড়াইছে’ গানটি খুবই জনপ্রিয়তা পায়।