বিএনপির পদযাত্রায় অস্ত্রধারী যুবক‌টি কে – দৈনিক মুক্ত বাংলা
ঢাকাশনিবার , ১১ ফেব্রুয়ারি ২০২৩
  1. অপরাধ
  2. অর্থনীতি-ব্যবসা
  3. আইন ও আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. ইসলাম ও ধর্ম
  7. কোভিট-১৯
  8. ক্যারিয়ার
  9. খেলা
  10. জেলার খবর
  11. তথ্যপ্রযুক্তি
  12. বিনোদন
  13. মি‌ডিয়া
  14. মু‌ক্তিযুদ্ধ
  15. যোগা‌যোগ
 
আজকের সর্বশেষ সবখবর

বিএনপির পদযাত্রায় অস্ত্রধারী যুবক‌টি কে

সম্পাদক
ফেব্রুয়ারি ১১, ২০২৩ ১১:৩৮ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতি‌বেদক ::

শ্রীপুর থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, ‘সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে অস্ত্রধারী ওই যুবকের পরিচয় শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। প্রাথমিকভাবে ওই যুবকের নাম জাহিদ বলে জানা গেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

গাজীপুরের শ্রীপুরে প্রকাশ্যে অস্ত্র হাতে বিএনপির পদযাত্রা কর্মসূচিতে এক যুবককে অংশ নিতে দেখা গেছে। এরই মধ্যে ওই ছবি ছড়িয়ে পড়েছে ফেসবুকে।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বরমী ইউনিয়নে বরমী বাজারের জনতার মোড় এলাকায় এভাবেই আতঙ্ক সৃষ্টি করে কর্মসূচিতে অংশ নেন তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অস্ত্র উঁচিয়ে বিএনপির পদযাত্রায় অংশ নেয়া যুবকের নাম জাহিদ ওরফে উত্তইরা জাহিদ। তিনি বরমী পুর্বপাড়া গ্রামের প্রবাসী শামসুর রহমানের ভাড়াটিয়া মৃত সাইফুর রহমানের ছেলে। তাদের বাড়ি গফরগাঁও উপজেলার পাগলা থানায়।

জাহিদের চাচা গফরগাঁও উপজেলা বিএনপির প্রভাবশালী নেতা এবং বিএনপি থেকে সংসদ নির্বাচনের মনোনয়ন প্রত্যাশী মোরশেদ আলম বলে জানা গেছে।

প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে বিএনপির পদযাত্রায় এক যুবক
জাহিদ ওরফে উত্তইরা জাহিদ

এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ‘সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে অস্ত্রধারী ওই যুবকের পরিচয় শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। প্রাথমিকভাবে ওই যুবকের নাম জাহিদ বলে জানা গেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

বরমী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলী আমজাত পন্ডিত বলেন, ‘জাহিদ ছাত্রদল কর্মী। সে আজকে (শনিবার) পদযাত্রার সময় আওয়ামী লীগের শান্তি সমাবেশে হামলা চালায় এবং পিস্তল দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করেন।’

শনিবার সন্ধ্যায় বরমী পুর্বপাড়ায় গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, জাহিদ বিএনপি করেন। তবে তার শ্রীপুরে কোন পদ-পদবি নেই। বরমী পূর্ব পাড়ার আব্দুল হক বলেন, জাহিদ বিএনপি সমর্থক। তার বাড়ি গফরগাঁও, তবে এখানে ভাড়া থাকেন।

বিএনপির কর্মসূচিতে ওই যুবককে দেখা গেলেও তিনি বিএনপির কর্মী নন বলে দাবি করেছেন শ্রীপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আকতারুল আলম। তিনি বলেছেন, ‘জাহিদ বিএনপি কর্মী নন

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।