নিজস্ব প্রতিবেদক ::
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর উপদেষ্টা ও পররাষ্ট্র দপ্তরের কাউন্সিলর ডেরেক এইচ শোলে। আজ বুধবার (১৫ ফেব্রুয়ারি) সকালে গণভবনে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।
প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান জাহিদ তুষার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সাক্ষাতে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।
গতকাল মঙ্গলবার বিকেলে ঢাকায় পা রাখেন ডেরেক শোলে। তিনি সাত সদস্যের একটি আন্তঃসংস্থা প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন।
সফরের উদ্দেশ্য রোহিঙ্গাদের মানবিক প্রতিক্রিয়ার ওপর উচ্চতর ফোকাসসহ দ্বিপক্ষীয় সম্পর্ক এবং সরকার থেকে সরকার সম্পর্ক জোরদার করা।