নিজস্ব প্রতিবেদক :
হবিগঞ্জের বাহুবলের ঢাকা-সিলেট মহাসড়কে সিলেট থেকে হবিগঞ্জমুখী বিরতিহীন একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে চারজন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও ২০ জন।
বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) রাতে এ ঘটনা ঘটে। এ রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধার কাজ এখনও চলছে। তবে নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি।শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আরিফুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাতে সিলেট থেকে হবিগঞ্জগামী বিরতিহীন পরিবহনের একটি যাত্রীবাহী বাস মহাসড়কের বাহুবল উপজেলার বাগানবাড়ি এলাকায় আসলে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন। আহতদের মধ্যে হাসপাতালে আরও একজন মারা যান।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি সালেহ আহমেদ জানান, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।