মাটি হোসেন ::
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের (আইবিবিএল) পরিচালনা পর্ষদ থেকে পদত্যাগ করেছেন নতুন রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত মো. সাহাবুদ্দিন। এবিসি টেলিভিশন ও মুক্ত বাংলাকে তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন আইবিবিএলের একজন দায়িত্বশীল কর্মকর্তা।
মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর এ পদে অপর ভাইস চেয়ারম্যান ও বিদেশি প্রতিনিধি ইউসুফ আব্দুল্লাহ আল রাজীই বহাল থাকছেন।২০১৭ সালের জুনে আইবিবিএল’র পরিচালক নিযুক্ত হন মো. সাহাবুদ্দিন। পরে ভাইস চেয়ারম্যানের দায়িত্ব নেন।
দুই মেয়াদে রাষ্ট্রপতির দায়িত্ব পালন শেষে আগামী ২৩ এপ্রিল অবসরে যাচ্ছেন বর্তমান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এরপরই এ পদের দায়িত্ব নেবেন মো. সাহাবুদ্দিন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।