নিজস্ব প্রতিবেদক ::
চার লেনের এই উড়ালসড়কের দৈর্ঘ্য সোয়া দুই কিলোমিটারেরও বেশি। বাউনিয়া বাঁধ এলাকা থেকে শুরু হয়ে কালশী মোড় হয়ে সড়কের একটি অংশ মোড় নিয়ে চলে গিয়েছে পূরবীর দিকে। কালশী মোড় হয়ে অন্য অংশটি চলে গিয়েছে মিরপুর ডিওএইচএওসের দিকে। উড়ালসড়কে ওঠা-নামার জন্য রয়েছে পাঁচটি মুখ।
এ প্রকল্প বাস্তবায়নের পাশাপাশি সড়ক, ফুটপাত ও ড্রেনের উন্নয়ন কাজও করা হয়েছে। স্থানীয় সরকার বিভাগের এ প্রকল্প বাস্তবায়ন করেছে বাংলাদেশ সেনাবাহিনীর প্রকৌশল বিভাগ। খরচ হয়েছে ১ হাজার ১২ কোটি ১১ লাখ টাকা।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।