নিজের দুই সিনেমার রিমেক চান না কাজল – দৈনিক মুক্ত বাংলা
ঢাকাশুক্রবার , ২৪ ফেব্রুয়ারি ২০২৩
  1. অপরাধ
  2. অর্থনীতি-ব্যবসা
  3. আইন ও আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. ইসলাম ও ধর্ম
  7. কোভিট-১৯
  8. ক্যারিয়ার
  9. খেলা
  10. জেলার খবর
  11. তথ্যপ্রযুক্তি
  12. বিনোদন
  13. মি‌ডিয়া
  14. মু‌ক্তিযুদ্ধ
  15. যোগা‌যোগ

নিজের দুই সিনেমার রিমেক চান না কাজল

সম্পাদক
ফেব্রুয়ারি ২৪, ২০২৩ ৪:০৯ অপরাহ্ণ
Link Copied!

বিনোদন প্রতিবেদক ::

বলিউডে কান পাতলে শোনা যাচ্ছে, আইকনিক ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’র রিমেকের খবর। সেই প্রসঙ্গে অভিনেত্রী কাজল সাফ সাফ জানালেন, এই ছবির রিমেক হতে পারে না। সেই ম্যাজিক আর কখনো তৈরি হবে না। খবর হিন্দুস্তান টাইমস।

একই কারণে ‘কাভি খুশি কাভি গাম’ ছবির রিমেকও চান না তিনি।

দুই ছবিতেই কাজলের নায়ক ছিলেন শাহরুখ। বাজিগর, কুছ কুছ হোতা হ্যায়সহ বেশ কিছু জনপ্রিয় ছবি আছে এই জুটির অভিনয়ের তালিকায়। তার মধ্যে সবচেয়ে স্মরণীয় ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’।

আদিত্য চোপড়া পরিচালিত ছবিটি মুক্তি পায় ১৯৯৫ সালে। মুক্তির ২৮ বছর পরও মারাঠা মন্দির নামের প্রেক্ষাগৃহে চলছে। এমনকি গত ভালোবাসা দিবসে ৩৭টি শহরে একযোগে মুক্তি পায়।

এখন শোনা যাচ্ছে এই ছবির নাকি রিমেক হবে। এক সাক্ষাৎকারে কাজল জানান, ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’র রিমেক হতাশা ছাড়া হয়তো কিছুই দেবে না। আসল ছবির সঙ্গে তুলনা এলেও সেই ম্যাজিক আর তৈরি হবে না।

শোনা যাচ্ছে, আদিত্য চোপড়া নাকি এই ছবির প্রযোজনা করতে চলেছেন। শাহরুখের জায়গায় থাকবেন বিজয় দেবেরাকোন্ডা। অবশ্য খোদ ইয়াশরাজ ফিল্মস বলছে, এটি নিছকই গুজব।

কাজল বলেন, “আমার ব্যক্তিগত মত হলো, ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’র মতো ছবিগুলো আবার তৈরি না করাই ভালো। একই মত ‘কাভি খুশি কাভি গাম’ নিয়েও। সেই ম্যাজিকগুলো একবারই তৈরি হয়েছিল। যদি কেউ আবার করে তৈরি করতে চায় তাহলে সেই একই অনুভূতি হয়তো আর আসবে না।”

মাস খানেক আগে মুক্তি পেয়েছে কাজল অভিনীত ‘সালাম ভেঙ্কি’। এছাড়া নেটফ্লিক্সে মুক্তি পাওয়া সিরিজ ‘দ্য রোমান্টিকস’-এর দেখা দিয়েছেন। সিরিজটি তৈরি হয়েছে বলিউডের সবচেয়ে বড় প্রতিষ্ঠান ইয়াশরাজ ফিল্মসের ওপর।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।