গণতন্ত্রের ধারাবাহিকতা থাকায় দেশে উন্নয়ন হচ্ছে : প্রধানমন্ত্রী – দৈনিক মুক্ত বাংলা
ঢাকামঙ্গলবার , ২৮ ফেব্রুয়ারি ২০২৩
  1. অপরাধ
  2. অর্থনীতি-ব্যবসা
  3. আইন ও আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. ইসলাম ও ধর্ম
  7. কোভিট-১৯
  8. ক্যারিয়ার
  9. খেলা
  10. জেলার খবর
  11. তথ্যপ্রযুক্তি
  12. বিনোদন
  13. মি‌ডিয়া
  14. মু‌ক্তিযুদ্ধ
  15. যোগা‌যোগ
 
আজকের সর্বশেষ সবখবর

গণতন্ত্রের ধারাবাহিকতা থাকায় দেশে উন্নয়ন হচ্ছে : প্রধানমন্ত্রী

সম্পাদক
ফেব্রুয়ারি ২৮, ২০২৩ ১২:৪৪ অপরাহ্ণ
Link Copied!

এম এম আলী :;

উদ্বোধনের পর দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সশস্ত্র বাহিনীর উন্নয়নে আওয়ামী লীগ সরকার ব্যাপক কর্মসূচী বাস্তবায়ন করেছে। নতুন সেনানিবাস নির্মাণের পাশাপাশি প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। নতুন এই সেনানিবাস স্থাপনের ফলে জাতীয় নিরাপত্তা শক্তিশালী হবে। সশস্ত্র বাহিনীর উন্নয়নে সরকারের প্রচেষ্টা অব্যাহত থাকবে।

তিনি বলেন, হাওর অঞ্চলের মানুষ প্রতিনিয়ত লড়াই করে টিকে থাকে। এই অঞ্চল থেকে বার বার জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছেন বর্তমান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। তার অনুরোধ ছিলো এই এলাকায় একটি সেনানিবাস প্রতিষ্ঠার। দেশ ও জাতির জন্য রাষ্ট্রপতির অবদান স্মরণ করে শেখ হাসিনা বলেন, তিনি যখন যে পদে ছিলেন, অত্যন্ত যোগ্যতার সঙ্গে সে দায়িত্বপালন করেছেন।  সেনানিবাস প্রতিষ্ঠার ফলে এই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থাসহ সার্বিক উন্নয়নের গতি ত্বরান্বিত হবে।
প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতার আদর্শ নিয়ে আমরা কাজ করছি। মুক্তিযুদ্ধের চেতনায় কাজ করছি।
বিশ্বমন্দার কথা উল্লেখ করে শেখ হাসিনা আবারো সবাইকে মিতব্যয়ী ও সঞ্চয়ী হওয়ার আহ্বান জানান। কৃষি উৎপাদন বাড়াতে সবার সহযোগিতা কামনা করেন।

মঙ্গলবার বেলা ১১টার দিকে হেলিকপ্টারযোগে মিঠামইন পৌঁছেন প্রধানমন্ত্রী। দুপুরে তিনি কামালপুরে রাষ্ট্রপতি আব্দুল হামিদের গ্রামের বাড়িতে মধ্যাহ্নভোজে অংশ নেবেন। বিকেলে যোগ দেবেন আওয়ামী লীগের জনসভায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।