নিজস্ব প্রতিবেদক ::
দুপুরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশের পরপরই তা স্থগিতের নির্দেশনা দেয়া হয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) থেকে। তবে কয়েকটি সূত্র জানিয়েছে, সমস্যাটি আজকের মধ্যেই সমাধান হওয়ার কথা রয়েছে।
প্রসঙ্গত, ২০২০ ও ২০২১ সালে কভিড মহামারির কারণে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা না হওয়ায় প্রাথমিক বৃত্তি দেয়া সম্ভব হয়নি। পরে গত নভেম্বরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বৃত্তি পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নেয়। সেই ধারাবাহিকতায় গত ৩০ ডিসেম্বর সারাদেশে একযোগে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।