নিজস্ব প্রতিবেদক ::
ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাবৃসের (এলপিজি) দাম কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ফেব্রুয়ারি মাসের তুলনায় চলতি মাসে ১২ কেজির এলপিজির দাম ৭৬ টাকা কমিয়ে ১ হাজার ৪২২ টাকা নির্ধারণ করা হয়েছে। একইসঙ্গে কমছে অটোগ্যাসের দামও।
আজ বৃহস্পতিবার এ ঘোষণা দিয়েছে এ খাতের নিয়ন্ত্রক সংস্থা বিইআরসি। আজ সন্ধ্যা ৬টা থেকেই নতুন এ দাম কার্যকর হবে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে সংস্থাটি।এর আগে ফেব্রুয়ারি মাসে এলপি গ্যাসের দাম এক লাফে ২৬৬ টাকা বেড়ে যায়। ওই মাসে ১২ কেজি এলপি গ্যাসের দাম ১ হাজার ৪৯৮ টাকা করা হয়। যা জানুয়ারি মাসে ছিল ১ হাজার ২৩২ টাকা।
মার্চে ভোক্তা পর্যায়ে অটোগ্যাসের মূসকসহ দাম প্রতি লিটার ৬৬ টাকা ২২ পয়সা নির্ধারণ করা হয়েছে। ফেব্রুয়ারি মাসে অটোগ্যাসের দাম ছিল ৬৯ টাকা ৭১ পয়সা। যা জানুয়ারি মাসে ছিল ৫৭ টাকা ৪১ পয়সা ও ডিসেম্বরে ছিল ৬০ টাকা ৪১ পয়সা।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।