দিয়া বিশ্বাস ::
গণমাধ্যমটি জানায়, আলোচনায় যুক্তরাষ্ট্র ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা একে অপরকে কটাক্ষ করে কথা বলেছেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন অভিযোগ করেন, ইউক্রেনে বিনা উস্কানিতে রাশিয়ার আগ্রাসন এবং অন্যায় যুদ্ধের কারণে আলোচনা পণ্ড হয়েছে। তিনি বৈঠকে যতদিন প্রয়োজন ততদিন ইউক্রেনের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। একইসঙ্গে তিনি নিউ স্টার্ট চুক্তিতে ফিরে আসার জন্য রাশিয়াকে আহ্বানও জানিয়েছেন।
অন্যদিকে, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেরগেই লাভরভ পশ্চিমাদের বিরুদ্ধে ‘ব্ল্যাকমেইল এবং হুমকি’ সৃষ্টির অভিযোগ করেছেন। তিনি বলেন, পশ্চিমা দেশগুলো নিরপেক্ষ দেশগুলোর ওপর প্রভাব বিস্তারের চেষ্টা করছে, যাতে তারা ইউক্রেনে যুদ্ধের নিন্দা জানায়। পশ্চিমারা সবকিছুতে এবং প্রত্যেককেই চাপ দেয়ার চেষ্টা করছে। লাভরভ বলেন, পশ্চিমা পররাষ্ট্রমন্ত্রীদের আচার-আচরণ ভাল না। তারা কূটনীতি নিয়ে আর ভাবছে না। তারা কেবল এখন ব্ল্যাকমেইল করছে, আর সবাইকে হুমকি দিয়ে বেড়াচ্ছে।
ভারত জানায়, তারা ইউক্রেন যুদ্ধ থেকে আলোচনা অন্যদিকে ফেরাতে উন্নয়নশীল দেশগুলোর ওপর প্রভাব ফেলা বিভিন্ন বিষয়ের ওপর আলোকপাত করতে চেয়েছিল। কিন্তু ইউক্রেন নিয়ে তর্কাতর্কি স্তিমিত করা যায়নি।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শংকর বলেছেন, ‘আমরা চেষ্টা করেছিলাম। কিন্তু বিভিন্ন দেশের মধ্যে তীব্র মতবিরোধ ছিল।’
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্মেলনের আলোচনায় ইউক্রেন যুদ্ধ নিয়ে সরাসরি কোনো কথাই বলেননি। বরং গত কয়েক বছরের অর্থনৈতিক সংকট, জলবায়ু পরিবর্তন, মহামারী, সন্ত্রাসবাদ, মানবিক সহায়তার মতো বিষয়গুলোতে আলোকপাত করে সম্মেলনের অধিবেশন শুরু করেন তিনি