কখনও স্রেফ অর্থের জন্য কাজ করেছেন : দাবিশর্মিলা ঠাকু‌র – দৈনিক মুক্ত বাংলা
ঢাকাশুক্রবার , ৩ মার্চ ২০২৩
  1. অপরাধ
  2. অর্থনীতি-ব্যবসা
  3. আইন ও আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. ইসলাম ও ধর্ম
  7. কোভিট-১৯
  8. ক্যারিয়ার
  9. খেলা
  10. জেলার খবর
  11. তথ্যপ্রযুক্তি
  12. বিনোদন
  13. মি‌ডিয়া
  14. মু‌ক্তিযুদ্ধ
  15. যোগা‌যোগ
 
আজকের সর্বশেষ সবখবর

কখনও স্রেফ অর্থের জন্য কাজ করেছেন : দাবিশর্মিলা ঠাকু‌র

সম্পাদক
মার্চ ৩, ২০২৩ ১০:৫৪ অপরাহ্ণ
Link Copied!

বি‌নোদন প্রতি‌বেদক ::বহু বছর বাদে পর্দায় ফিরছেন শর্মিলা ঠাকুর। না, বড়পর্দায় নয়, ওয়েব মাধ্যমে আসছেন তিনি। গুলমোহর সিরিজে দেখা যাবে তাঁকে। তার আগে কাজের বিষয়ে নানা গোপন রহস্য ফাঁস করলেন অভিনেত্রী। জানালেন কোন অজানা কথা?

বিরতি কাটিয়ে ফের কাজে ফিরছেন শর্মিলা ঠাকুর। বিনোদন জগতে তিনি কামব্যাক করছেন ওয়েব দুনিয়ার মাধ্যমে। তাঁকে আগামীতে গুলমোহর সিরিজে দেখা যেতে চলেছে। এই সিরিজ মুক্তি পাওয়ার আগে তিনি ইন্ডিয়া টুডেকে একটি বিশেষ সাক্ষাৎকার দেন। সেখানে তিনি জানান ৭০-৮০ দশকে তিনি বেশ এমন কিছু ছবিতে কাজ করেছিলেন যা কেবল তিনি তাঁর ঘর ভাড়া দেওয়ার জন্য বা সংসার চালানোর জন্য করেছিলেন।

এই প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘আমরা সবাই প্রফেশনাল। কখনও কখনও আমরা ছবিতে স্রেফ টাকার জন্য সই করি। নিজের দায়িত্ব পালন, ঘর ভাড়া, জীবনের খরচ বহন করার জন্য। আবার কখনও সহকর্মীকে সাহায্য করার জন্য ছবি করি যে কিনা ভাবে সেই কাজটা আমার জন্য, আমি তাতে ফিট করব।’

শর্মিলা ঠাকুর আরও বলেন, ‘আমি নানা কারণে ছবি করেছি। আর আমার মনে হয় যদি সব দিকটা দেখি তাহলে হয়তো কাজটা আমি স্ক্রিপ্টের জন্যই করেছি। এখন, এই সময়ে দাঁড়িয়ে কুসুম (গুলমোহরে তাঁর চরিত্র) আমার কাছে জরুরি।

একই সঙ্গে তিনি এই সাক্ষাৎকারে জানান কেন এত বছর পর তিনি কামব্যাক করলেন কেনই বা গুলমোহর সিরিজের এই কুসুম চরিত্রটা তাঁর কাছে এতটা জরুরি। তাঁর কথায়, ‘এই চরিত্রের মধ্যে দিয়ে ফুটে উঠবে মা কী, বৌদি কী এই ভাবনাগুলো। গুলমোহরের এই চরিত্রটার অনেকগুলো পরত আছে যেমনটা বাস্তবে হয়ে থাকে। বর্তমান সময় আমার বয়সী যাঁরা তাঁরা অনেক সময় বাড়ির ছোটদের জন্য নিজেদের ইচ্ছে, অনিচ্ছাকে পাত্তা দেন না। এটা অবশ্য মেয়েদের ভীষণ সহজাত ভাবেই আসে। কিন্তু এখন সব কিছুর সঙ্গে নিজেকেও গুরুত্ব দিতে হবে। নিজের চাহিদাকে বুঝতে হবে। আর সেটা পূরণ করা কোনও ভুল কাজ নয়।’

ইন্ডিয়া টুডেকে দেওয়া সাক্ষাৎকারে তিনি আরও বলেন যে, ‘আমি এখন যে বয়সে দাঁড়িয়ে আছি, সেখানে আমার সন্তানরা সেটেল করে গিয়েছে, নিজেদের মতো জীবন কাটাচ্ছে। আমার এখন মনে হয় ঠিক আছে, এবার আমি কিছু করতে পারি যা সুন্দর, অন্যরকম। এখন আমি মুক্ত, স্বাধীন।’

রাহুল চিত্তেলা পরিচালিত গুলমোহর আগামী ৩ মার্চ থেকে ডিজনি প্লাস হটস্টারে দেখা যাবে। এখানে শর্মিলা ঠাকুর ছাড়াও মনোজ বাজপেয়ী, প্রমুখ আছেন

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।