সাজিদ রহমান, এম আহমেদ: চট্টগ্রামের ফৌজদারহাটে সীমা অক্সিজেন প্ল্যান্টে আগুনে লেগে ৫ জন নিহত হয়েছেন। দগ্ধ হয়েছেন অন্তত ৩০ জন । আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট।
শনিবার (৪ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে এ বিস্ফোরণ ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সীতাকুণ্ড ও কুমিরা স্টেশনের একাধিক ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে।
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কদমরসুলপুর এলাকায় ‘সীমা অক্সিজেন’ নামক একটি অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজনের মৃত্যুর কথা জানা গেছে।
শনিবার (৪ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সীতাকুণ্ড ও কুমিরা স্টেশনের একাধিক ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে।
তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতিসহ বিস্তারিত জানা যায়নি। তবে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে উপস্থিত পুলিশের উপ-পরিদর্শক আলাউদ্দিন তালুকদার দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, ৩ জন নিহত এবং অনেকে আহত হয়েছেন বলে শুনেছি। তাদেরকে হাসপাতালে আনা হচ্ছে।
পুলিশের সূত্র জানিয়েছে, মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।
এদিকে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সীতাকুণ্ড স্টেশনের অগ্নিনির্বাপক মো. ফজলে রাব্বী দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, ৪টা ৪০মিনিটে আমাদের কাছে খবর আসে। সঙ্গেসঙ্গে আমাদের দুটি গাড়ি এবং কুমিরার ইউনিটও ঘটনাস্থলে পৌঁছায়। তারা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন।
এর আগে গত বছরের ৪ জুন রাতে এই এলাকার একটি কনটেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ৫০ জনের প্রাণহানি হয়, আহত হন দুই শতাধিক জন। চট্টগ্রাম সীতাকুণ্ড এলাকাকে ভারী শিল্প গড়ে উঠেছে। এখানে জাহাজ ভাঙা শিল্প, অক্সিজেন প্ল্যান্ট, ইস্পাত শিল্প গড়ে উঠেছে।